ফটোশপ দিয়ে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দিন !

ফটোশপ দিয়ে ইমেজ কে টেক্সটে রুপান্তর করা যায় এটা অনেকেই জানেন।আজ দেখাবো কিভাবে টেক্সটের মাঝে ইমেজের এফেক্ট দেওয়া যায়।খুব সহজ এটা।একবার চেষ্টা করলেই পারবেন।কাজ শুরুর আগে একটা পার্থক্য দেখে নিনঃ

Text & image effects _ Towfiqপ্রথমে ফটোশপে আপনি যেই ইমেজের এফেক্ট টেক্সটে দিতে চান সেটা Open করুন।আমি লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা বিখ্যাত লাস্ট সাপারের চিত্রটা নিয়েছি।এবার আপনার ওপেন করা ইমেজটির একটি Duplicate  Background তৈরীর জন্য কী-বোর্ডে Ctrl+J বাটন প্রেস করলে দেখবেন ফটোশপের লেয়ার প্যানেলে Layer 1 নামে একটি ডুপলিকেট ব্যাকগ্রাউন্ড তৈরী হয়েছে।

duronto towfiq 01 ps

এবার Layer Panel এ গিয়ে Create a new Layer বাটনে ক্লিক করে Layer 2 নামে নতুন একটি লেয়ার নিন।

duronto towfiq 02 ps

এখন Layer 2 কে Drag করে Layer 1 এর নিচে নামিয়ে আনুন।

duronto towfiq 03 ps

Layer 2 সিলেক্ট করে ফটোশপের Edit মেনু থেকে Fill অপশনে ক্লিক করুন।অথবা কী-বোর্ডে শর্টকাটের জন্য Shift+F5 চাপুন।

duronto towfiq 04 ps

এবার একটি নতুন উইন্ডো আসবে সেখানে Contents Use: White সিলেক্ট করুন।

duronto towfiq 05 ps

Layer Panel এ দেখুন Layer 2 এর ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে।এখন Layer 1 সিলেক্ট করুন।

duronto towfiq 06 ps

এখন Foreground Color: white সিলেক্ট করুন।তারপর Type Tool সিলেক্ট করে আপনার টেক্সট লিখুন।আমি এখানে THE LAST SUPPER লিখেছি।আপনার লেখা টেক্সটে উপযুক্তভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য কী-বোর্ডে Ctrl+T চেপে মাউস দিয়ে টেক্সটের উপরে-নিচে বা ডানে-বামে টেনেটুনে ঠিকভাবে সেট করুন। সেট করার ঠিক হলে মেনুবারের নিচে টিক চিহ্নতে ক্লিক করুন।
duronto towfiq 07 psText Layer কে Drag করে Layer 1 এর নিচে নিয়ে আসুন।

duronto towfiq 08 ps

কাজ প্রায় শেষ পর্যায়।আর একটুখানি ধৈর্য ধরুন। 🙂 এখন Layer 1 সিলেক্ট করে মেনুবার থেকে Layer মেনু থেকে Create Clipping Mask অপশনে ক্লিক করুন।
duronto towfiq 09 psখেল খতম! আপনার টেক্সটে ইমেজের এফেক্ট পড়েছে 😀
duronto towfiq  10  ps

আপনার ইমেজ যত সুন্দর হবে টেক্সটে তার এফেক্টও ততোই আকর্ষনীয় হবে তাই সুন্দর ইমেজ সিলেক্ট করে টেক্সটে বসিয়ে দিন। 🙂
ফেসবুকে আমিঃ দুরন্ত তৌফিক
টুইটারে আমিঃ দুরন্ত তৌফিক

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের একটা টিউন উপহার দেয়ার জন্য আপনাকে ধন্নবাদ।

অনেক অনেক, কধন্যবাদ। আমি মনে মনে বহুদিন খুজতেছি। ভা্ ি এরকম আরো টিউন চা্।ি । ভাল থাকবেন।

আগে জানতাম কিন্ত এভাবে জানতাম না @ ধন্যবাদ

    @SHAHIDUL_GAZIPUR: @হোছাইন আহম্মদ: কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ @হোছাইন ভাই

Level 0

thanks……ai matro tutorilta compl…. korlam.

    আশা করি আপনার ছবিটা আমার থেকেও হাজার গুন সুন্দর হয়েছে।শুভ কামনা রইল। 🙂

মেনু বারের নীচে টিক চিহ্ন পাইনা তো। প্লিজ হেল্প …

    @রমজান: আপনি Transform (Ctrl+T) করা অবস্থায় দেখুন মেনুবারের নিচে টিক চিহ্ন আছে।

খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ।

@তৌফিক
Vai apni photoshop version konta use korsen bolben ki? asole ami kokhono photoshop diye kaj korini to tai