ফটোশপ প্লাস্টিক টেক্সট এফেক্ট টিউটোরিয়াল

অনেকদিন পর ব্লগ লিখতে বসলাম।হরতাল-অবরোধ সব জায়গায় চললেও ব্লগ লেখায় কোনো অবরোধ নেই।থাকলে বোধ হয় আজকে আর লেখা হত না।তবে বলা যায় না, ডিজিটাল যুগ তো, ব্লগ অবরোধও এক সময় চালু হবে। 😀 সব ব্লগ সাইটে কালো ব্যাকগ্রাউন্ডে লাল রঙয়ে লেখা থাকবে 'হরতাল/অবরোধ সফল করুন' উদ্ভট চিন্তা দূরে থাক,মূল কথায় আসা যাক। ফটোশপ দিয়ে বিভিন্ন রকম Text Effect তৈরী করা যায়।সেই রকমই একটি টেক্সট এফেক্ট হল 'প্লাস্টিক টেক্সট এফেক্ট' এতে টেক্সট এখতে অনেকটা প্লাস্টিক দিয়ে মোড়ানো মনে হবে।তো চলুন শিখে নেওয়া যাক।
Final Result of PS Plastic Text Effect
প্রথমে ফটোশপ ওপেন করে File থেকে New তে বা শর্টকাট কী-বোর্ডে Ctrl+N চেপে নতুন একটি ডকুমেন্ট নিন।ডকুমেন্টের width ও Height আপনার সুবিধা মত নিন।
এবার ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালো করার জন্য Foreground Color কালো সিলেক্ট করতে হবে।তারপর কী-বোর্ডের Alt+Backspace এর সাথে চাপুন।
এবার ডকুমেন্টটির ব্যাকগ্রাউন্ড কালো হলে Type Tool সিলেক্ট করে আপনার টেক্সটটি লিখুন।যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো তাই সাদা রঙ ব্যবহার করে টেক্সট লেখা হয়েছে।
এবার Right Sidebar এ Layer এর নিচে Add a Layer Style বাটনে ক্লিক করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে।সেখান থেকে Color Overlay সিলেক্ট করুন।
এবার আরেকটি উইন্ডো ওপেন হবে।নিচের স্ক্রিনশটে মার্ক করা স্থানটিতে ক্লিক করুন।
এখন আরেকটি উইন্ডো আসবে।নিচের চিত্রের মত Overlay Color সিলেক্ট করতে পারেন।অথবা আপনার পছন্দের কোনো রঙ বেছে নিতে পারেন। সিলেক্ট করার পর Ok বাটনে ক্লিক করুন।
সবকিছু ঠিক মত করা হলে আপনার টেক্সটটির বর্তমান অবস্থা নিচের চিত্রের মত হবে।
  আবার Add a Layer Style এ ক্লিক করে Inner Glow অপশনটি সিলেক্ট করুন।
Inner Glow সিলেক্ট করার পর নতুন একটি উইন্ডো আসবে।নিচের মত মার্ক করা অপশনগুলো পরিবর্তন করুন।
পুনঃরায় Add a layer Style বাটনে ক্লিক করে Bevel and Emboss সিলেক্ট করুন।
এবার নতুন একটি উইন্ডো আসবে।নিচের চিত্রের মত Gloss Contour বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে।সেই মেনুর ডান পাশে একটা ইন্ডিকেটর আছে।সেখানে ক্লিক করুন।আরেকটি মেনু ওপেন হবে।এবার Contours অপশনটি সিলেক্ট করুন।

এবার একটা নতুন বার্তা আসবে।সানন্দে
Append বাটনে ক্লিক করুন।
 
এবার Gloss Contour বাটনে আবার সিলেক্ট করে ড্রপডাউনটি ওপেন করে Ring Triple অপশনটি ডাবল ক্লিক করে সিলেক্ট করুন।
 
এবার Bevel and Emboss স্টাইলে নিচের স্ক্রিনশটে মার্ক করা অপশনগুলোর মান পরিবর্তন করে নিন। 
 
সব ঠিকঠাক থাকলে আপনার টেক্সট নিচের চিত্রের মত দেখাবে।তবে ইহাই শেষ নয়।পথ আরও বাকি আছে। 😀
 
এখন Bevel and Emboss স্টাইলের নিচে সাবমেনু Contour আছে।সেটা সিলেক্ট করুন।তারপর Contour Elements হিসেবে Shallow Slope-Valley সিলেক্ট করুন।
এবার Range 75% পর্যন্ত বাড়িয়ে Ok বাটনে ক্লিক করুন।
 
কী-বোর্ডে Ctrl+D চেপে Layer কপি করে রাখুন।(সাবধানতা)

এবার পুনঃরায় অরিজিনাল লেয়ার সিলেক্ট করে Add a layer style বাটনে ক্লিক করে Stroke অপশনটি সিলেক্ট করুন।

 

নতুন উইন্ডো ওপেন হবে।সেখানে Structure size 06 px সিলেক্ট করুন।Color বাটনে ক্লিক করে কালার কোড বসিয়ে নিচের চিত্রের মত পরিবর্তন করে Ok বাটনে ক্লিক করুন। 
 
পুনঃরায় Bevel and Emboss স্টাইলের সাবমেনু Contoue এ গিয়ে Structure Style: Stroke Emboss ও Gloss Contour: Shallow Slope-Valley সিলেক্ট করুন।
 
সর্বশেষ কাজ, Shading Opacity: 40% সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করুন। 
 
ফটোশপ প্লাস্টিক টেক্সট এফেক্টঃ
 
আপনাদের সুবিধার জন্য সোর্স ফাইল দিয়ে দিলাম।নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে .psd ফাইল ডাউনলোড করে নিতে পারেন।
ফেসবুকে আমিঃ দুরন্ত তৌফিক
টুইটারে আমিঃ দুরন্ত তৌফিক

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাধারন আমি।আসাধারনের কিছুই আমার মাঝে নেই।শুধু আছে ঈশ্বর প্রদত্ত একটি ব্রেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you for Sharing Creative Design.