সবাইকে সালাম ও প্রাণভরা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Photoshop এর আরেকটি পর্ব
আজকে আমরা শিখব সিম্বল/সাধারন একটি ফটোশপ যাদু একদিন এই সিম্বল/সাধারন যাদু অসাধারন হয়ে রূপান্তরিত হয়, তাহলে চলুন শুরা করা যাক।
প্রথমে ফটোশপে দুটি ছবি ওপেন করুন । আমি এখানে একটি মোটর সাইকেলে বসা ও একটি ফুল নিলাম।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেলের সামনে খালি! দেখতে খারাপ দেখা যায়। এখন আমাদের মূলত কাজ হল এই খালি জায়গায় ফুল টা বসাব। এখন আমরা দেখব কিভাবে একটি ছবির উপর আরেকটি ছবি বা টেক্স ইফেক্ট হালকা বা ঝপসাভাবে দেয়া যায় তার নিয়ম।
এবার টুলবার থেকে Move টুল সিলেক্ট করে ফুল টি টেনে মোটর সাইকেলের মধ্যে ফেলে দিন নিচের মত করে।
এবার কি-বোর্ড থেকে Alt কি চেপে ধরে ফুল বাড়িয়ে নিন, তারপর লেয়ার প্যালেট থেকে Opacity কমিয়ে দিন যেন বুঝা না যায় এটা অন্য জায়গায় থেকে আনা হয়েছে।
সবশেষ File>Save As বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনার যে বাইক আসে সেটা দেখাইতে চাইসিলেন । দেখলাম । খুশি ?????