ফটো+শপ না শিখে ফটোশপ শিখুন [পর্ব-১] :: লেয়ার প্যানেলের যা আপনি হয়তো জানেন নয়তো না-জেনে নিন

টিউন বিভাগ অ্যাডবি ফটোশপ
প্রকাশিত
জোসস করেছেন

ফটো+শপ না শিখে ফটোশপ শিখুন

আসসালামু আলাইকুম,

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম। কারন এত সুন্দর প্রেরনামূলক মতামত আপনারা প্রদান করেন যে দুরে থাকার উপায় নাই। আশা করি সবাই নিজ নিজ কর্মব্যস্ততার মাঝে ভালো আছেন।

ফটোশপের সাথে গ্রাফিক ডিজাইনারদের নতুন করে পরিচয় করিয়ে দেওযার কিছু নাই। পেশাদার গ্রাফিক ডিজাইনারগন ফটোশপ দিয়েই তাদের ডিজাইনকে ফুটিয়ে তোলেন মনের মাধুরী মিশিয়ে। গ্রাফিক ডিজাইন সহজ কর্ম নয়। একটি ডিজাইন করতে গিয়ে শত শত কমান্ড দিতে হয়। অগনিত সংখ্যক পরীক্ষা নিরীক্ষা করে সন্তোষজনক পর্যায়ে আসলেই একটি ডিজাইন চুড়ান্ত রুপ লাভ করে। আর এই কঠিন কর্মযজ্ঞে আমরা যদি শুধুমাত্র Menu তে গিয়ে Command দেওয়ায় অভ্যস্ত হয়ে পড়ি তাহলে গ্রাফিক ডিজাইনে প্রফেশনাল হওয়ার যে রেস (দৌড়) তাতে আমরা পিছিয়েই পড়ব। যাতে আমরা পিছিয়ে না পড়ি সেজন্যই এই টিউনটি লিখতে বসার কঠিন কাজ হাতে নিলাম। এখন আরও একবার দেখে নেই আজকের টিউনের আলোচ্য বিষয়টি।

লেয়ার প্যানেলের যা আপনি হয়তো জানেন নয়তো না-জেনে নিন

ফটোশপের কার্যপ্রনালীতে আমরা প্রতিক্ষেত্রেই কী-বোর্ড কমান্ড দেয়ার চেষ্টা করি সবসময়। এই শর্টকার্ট কমান্ডগুলোর মধ্যে অনেকগুলোই ফটোশপে ডিফল্ট থাকে। আবার অনেকগুলো প্রয়োজনীয় কমান্ড ফটোশপে পাবেননা। না জানা সেই কমান্ডগুলো সহ অনেক অজানা বিষয় আলোচনা হবে আজ।

অতএব তৈরি হয়ে যান। এ্ই মেগা টিউনের একটি শব্দও যেন আপনার চোখকে ফাঁকি দিতে না পারে।

এবার এক এক করে শুরু করি। আপনি তৈরি আছেনতো???

১) লেয়ার (Layers) ঃ

Window >> Layer অথবা কী-বোর্ড থেকে F7 চাপুন লেয়ার প্যানেল ক্যানভাসে আনতে।

Selection:

একটি ফটোশপ ফাইলে শত শত লেয়ার থাকতে পারে। কাজ করার কোন পর্যায়ে একটি লেয়ার খুজে পেতে আমাদেরকে সময় ব্যয় করতে হয়। জেনে নিন খুব তাড়াতাড়ি লেয়ারটি খুজে নেয়ার উপায়গুলো।

  • যেখানে লেয়ারটি আছে সেখানে মাউস দিয়ে রাইট ক্লিক করুন। একটি পপ-আপ মেনু ওপেন হবে। সেখান থেকে কাংখিত লেয়ারটি সিলেক্ট করে নিন। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বের সাথে নিতে হবে, তা হলো নতুন লেয়ার তৈরি করার সাথে সাথেই লেয়ারের নাম দিয়ে নিবেন। এতে লেয়ার খুজে পেতে সুবিধা হবে।
  • Ctrl key চেপে ক্যানভাসের যে স্থানে ক্লিক করবেন সে স্থানটিতে যে লেয়ারটি উপরে আছে সেটি সিলেক্ট হবে। লেয়ার প্যানেলে দেখুন।
  • Move (V) টুল সিলেক্ট করলে মেনু আইটেমগুলোর নিচে যে কন্ট্রোল অপশনবার তাতে Auto select এ টিক চিহ্ন দিয়ে অপশান বক্স থেকে Layer/group সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করার কাজটি করতে পারেন।

  • Layer panel এ এলোমেলোভাবে একাধিক লেয়ার সিলেক্ট করতে Ctrl key চেপে একটি একটি করে ক্লিক করে সিলেক্ট করুন।
  • Layer panel এ একইক্রমের একাধিক লেয়ার সিলেক্ট করতে  যেগুলো সিলেক্ট করবেন তার উপরের লেযারটিতে ক্লিক করে Shift key চেপে নিচেরটিতে ক্লিক করে সিলেক্ট করুন।
  • Current layer এর নিচের লেয়ার সিলেক্ট করতেঃ Alt + [
  • Current layer িএর উপরের লেয়ার সিলেক্ট করতেঃ Alt +]
  • একেবারে নিচের লেয়ারটি সিলেক্ট করতেঃ Alt + ,
  • একেবারে উপরের লেয়ারটি সিলেক্ট করতেঃ Alt + .
  • Current layer সহ উপরের সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতেঃ Shift + Alt + .
  • Current layer সহ নিচের সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করতেঃ Shift + Alt + ,

Layer panel এ প্রতিটি লেয়ার এর পাশে যে Visible eye থাকে Alt key চেপে তার যে কোন একটিতে ক্লিক করলে বাকিগুলো অদৃশ্য হয়। পুনরায় এই কাজটি করলে সবগুলো আবার দৃশ্যমান হয়।

Sorting:

উপরের আলোচনার সুত্র ধরেই লেয়ারগুলোকে sorting করার বিয়টি আসে। এর মানে হল লেয়ারগুলোর ক্রমবিন্যাস re-organize  করা। মাউস দিয়ে টেনে লেয়ারকে উপরে নিচে টানা বিরক্তিকর ও সময়সাপেক্ষ।এই কাজটিকে খুব দ্রুততার সাথে করার জন্য এখানে কিছু কী-বোর্ড কমান্ড দেখুন কত সহজেই এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন।

  • Current Layer টিকে একধাপ করে উপরে নিতেঃ Ctrl + ]
  • Current Layer টিকে একধাপ করে নিচে নিতেঃ Ctrl + [
  • Current Layer টিকে একেবারে উপরে নিতেঃ Ctrl + Shift + ]
  • Current Layer টিকে একেবারে নিচে নিতেঃ Ctrl + Shift + [

Duplicating:

ফটোশপের কাজ করতে গিয়ে অনেক সময় লেয়ারকে ডুপ্লিকেট করতে হয়, কোন একটি কনটেন্ট এর কোন অংশকে ডুক্লিকেট করতে হয়। এসব বিষয়গুলো যে সকল উপায়ে সম্পাদন করা হয় তার সবকিছুই দেখে নিন।

  • একটি সম্পূর্ন Layer কে duplicate করতেঃ Ctrl + J অথবা, Ctrl + Alt + যে কোন এরো কী অথবা, Alt + যে কোন এরো কী
  • লেয়ারের কোন অংশকে সিলেক্ট করে সে অংশকে Copy করে ডুক্লিকেট করতেঃ Ctrl + J
  • লেয়ারের কোন অংশকে সিলেক্ট করে সে অংশকে Cut করে ডুক্লিকেট করতেঃ Ctrl + Shift + J

ধরুন আপনি সবগুলো লেয়ারকেই Independent Layer হিসেবে ফাইলে ব্যবহার করছেন। কাজ শেষে একটি ব্যাকগ্রাউন্ড লেয়ার দরকার। কিভাবে করবেন? সবচেয়ে নিচের লেয়ারটি সিলেক্ট করুন। এবার Ctrl key চেপে লেয়ার প্যানেলের নিচে Create new layer icon এ ক্লিক করুন। দেখবেন bottom layer টির নিচে একটি লেয়ার তৈরি হয়েছে। এবার go to Layer >> new >> background from layer. কাজ শেষ।

এখানে আরও একটি কী-বোর্ড কমান্ড দেখুন, সাধারনত create new layer icon এ ক্লিক করলে লেয়ার তৈরি হয় উপরে, নিচে লেয়ার তৈরি করতে চাইলে Ctrl key চেপে Create new layer icon এ ক্লিক করুন।আর যদি একসাথে লেয়ারটির নাম ও সেটিংস দিতে চান তাহলে Ctrl + Alt চেপে Create new layer icon এ ক্লিক করুন।সেটিংস বক্সটি দেখুন-

আরও কিছু বিষয়ঃ

  • একাধিক লেয়ার এর একটি group কে merge করতেঃ Ctrl + E
  • সবগুলো Visible layer কে মার্জ করতেঃ Ctrl + Shift + E
  • সবগুলো লেয়ারকে মার্জ করে নতুন একটি লেয়ার তৈরি করতেঃ Shift + Ctrl + Alt + E

মনে করুন আপনার ফটোশপ ডিজাইনের কাজ শেষ। অগনিত সংখ্যক লেয়ারের মাঝে কিছু অপ্রয়োজনীয় লেয়ার থেকে যেতে পারে। েএখানে উল্লেখ্য, যে লেয়ারটি ডিজাইনে দরকারী নয় সে লেয়ারতো আপনি Visible করে রাখবেননা। এ জাতীয় অপ্রয়োজনীয় লেয়ারগুলো ডিলিট করতে নিচের চিত্রটি দেখুন-

শেষকথাঃ

লেয়ার নিয়ে আরও অনেককিছুই লেখার ছিল। সময় আমাকে ছুটি দেয়না। তবুও চেষ্টা করেছি লেয়ারের নির্যাসটুকু তুলে দেয়ার। কেমন পেরেছি, জানিনা। এর বাইরেও কাজ করতে গিয়ে কোন সমস্যা্য় পড়লে মতামত দিয়ে জিজ্ঞেস করতে ভূলবেননা। বরাবরের মতই বলছি, উত্তর দিব এই গ্যারান্টি দিচ্ছি।

আর একটি কথা না বললেই নয়। তাহলো প্রথমে ভেবেছিলাম এর দু-একটি টিউন করব প্রাথমিকভাবে কিন্তু পরে হঠাৎ করেই আমাদের টপ টিউনার “হোসাইন আহম্মেদ”  ভাইয়ের কার্যক্রমে খটকা লাগল। ভাবলাম আমিও দিয়ে দেই আমি যা জানি। তাই মুহুর্ত বিলম্ব না করে পর্বভিত্তিক এই ফটোশপ টিউন শুরু করলাম। তবে আপনাদের একটু কষ্ট দিব। তা হলো ফটোশপ যারা শিখছেন তারা দয়া করে আমাকে একটু তাড়া দিবেন। যদিও আমার দোষ তবুও স্বীকার করতে দ্বিধা নেই আমি চরম প্রকৃতির এক “উদাসীন আর আলসে প্রকৃতির” লোক।

তাড়া যদি দিতে পারেন তবে অনেক কিছু পাবেন, ফ্রুটিকার মত ১০০% পিউর কথা। ভালো লাগলে শেয়ার করে নতুনদেরকে জানতে দিন। আজ আর নয়। শীঘ্রই আসব নতুন কিছু নিয়ে


কোন প্রয়োজনে আমাকে পাবেন

Level 0

আমি মোঃ সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো। চালিয়ে চান।

আরেকটা মচতকার টিউন! সিরাম হইছে ভাই! :mrgreen:

    Level 0

    @কম্পিউটার লাভার: ধইন্নবাদ

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

Level 0

ভাই অ সাধারন বিসেস করে আমার মত জারা ফটোশপ কম জানে তাদের জন্য । আপনার তিউনে লেয়ার অগানাইস এর গরুত্ত তা সিখে নিলাম। পরবর্তী টিউনের অপেক্ষাই রইলাম।

    Level 0

    @Sanu: Thank you. Just wait for next tune.

সাথে আছি @ এখনো অনেক কিছু জানার আছে @ তাই তো ঘুরে ফিরে টেকটিউন্স এ আসি @ ধন্যবাদ

    Level 0

    @হোছাইন আহম্মদ: হোছাইন ভাই ধন্যবাদ।

Level 0

আবারো আপনি ফাটিয়ে দিয়েছেন… :mrgreen: আশা করি চেইন টিউন করবেন…

    Level 0

    @bdsharif: ধন্যবাদ। সাথেই থাকুন। আর অবশ্যই চেইন টিউন হবে। আনুমানিক ২০-২৫ পর্ব হতে পারে। ফটোশপ সিএস৬ সম্পূর্ন।

ফটোশপ সিএস৬ সম্পূর্ণ। ওয়াও!!! আমিও আছি…

    Level 0

    @জাকারিয়া বাবু: সবসময় থাকবেন। ধন্যবাদ

Level 0

khub valo uddgo chalaia jan vai……

    @ziajuel: ধন্যবাদ। সামনের দিনগুলোতেও পাশে থাকবেন।

চালিয়ে যান বস………..আমি আপনার ফ্যান হয়ে গেলাম…….

    @Ghost Hunter: ধন্যবাদ, আমিও আপনার ফ্যান হয়ে গেলাম।

darun ekti tune. bhai ,ami notun , jodio tuktak shiktesi….jodi amar moto notunder jonno CS6 softwar ti (free) diten …onek upokar hoto….dhonnobad.

    @freebird_786: ভাই ধন্যবাদ। এটি প্রায় সবার কাছেই আছে। কারো কাছ থেকে একটু কষ্ট করে সংগ্রহ করে নিন। আপনি কোথায় থাকেন জানিনা। ফেসবুকে যোগাযোগ করবেন। কাছাকাছি হলে আমি দেব ইনশাআল্লাহ।

Level 0

Please Help Me. I Need> Adobe Master CS6/Adobe Illustrator, Photoshop CS6 Serial Key or How can I active Adobe Master CS6/Adobe Illustrator, Photoshop CS6 for long time.