আজকে যেটা করব সেটা কোন কাজের কাজ না , পিওর ফাইজলামি । ফটোশপ নিয়ে খুব ছোট ছোট , কিন্তু মজার বিষয়গুলা থাকবে এই " দুই মিনিট রেসিপি " সিরিজে । যেগুলো একটু হলেও ইন্টারমিডিয়েট , সেই লেভেলের কাজগুলো থাকবে ম্যানিপুলেশন সিরিজে । আর ফটোশপে আমি নিজেই যেহেতু এখনো শিশু , তাই এডভান্সড কোন কিছু এখনই শেয়ার করতে পারতেসি না বলিয়া দুঃখিত ।
আমাদের আজকের কাজটার প্রধান ধাপ একটাই , সেটা হলো একটা প্লাগ ইন ব্যবহার করা :v 3:)
এটা একটা ফিল্টার । ডাউনলোড করে নিন এখান থেকে …
এছাড়া সোর্স ইমেজটা পাবেন এখানে . .
( আর এই ফাঁকে বলে নেই , এই পোস্টটা কিন্তু প্রযুক্তিরখেলায় আগে প্রকাশিত । আমার অন্যান্য পোস্টগুলো পাবেন প্রযুক্তিরখেলার এই ঠিকানায় । টেকটিউনসে এটা আমার দ্বিতীয় পোস্ট । 🙂 )
এরপরের কাজ কিছুই না । ফিল্টারটা ফটোশপে এড করুন ।
তারপর ইমেজটা ফটোশপে ওপেন করুন । ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডুপ্লিকেট করুন । ( Layer > Duplicate layer) উপরের লেয়ারটা সিলেক্ট করুন ।
তারপর চলে যান এই ঠিকানায় . . . Filter > Redfield > fractalius
তারপর নিচের ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন Glow100
প্রিভিউ দেখার পর বোধহয় বুঝতেই পারছেন . . . কাজ প্রায় শেষ । এরপর আপনি ফিল্টারের ডিফল্ট সেটিংস চেঞ্জ করে দেখতে পারেন । শার্পনেস , লাইন ওয়াইডথ , রেডিয়াস , ডিফিউশন … ব্লা ব্লা ব্লা …. এগুলা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন । ডিফিউশন , ডেপথ , নয়েজ আর শার্পনেস আমি চেঞ্জ করিনি । লাইন ওয়াইডথ বাড়িয়ে নিতে পারেন । রেডিয়াস সামান্য কমাতে পারেন ।
তারপর ওকে করে দিন । ফিল্টারটা কাজ করতে কিছুটা সময় নেবে ।
এরপর আমাদের কাজ অবশ্য আরো একটা আছে । আমাদের চোখটা হাওয়া হয়ে গেছে । চোখটা ঠিক করার জন্য নিচের ব্যাকগ্রাউন্ডটা , যেটার কোন চেঞ্জ আমরা করিনি , সেটা আবার ডুপ্লিকেট করুন । এই নতুন লেয়ারটা ড্র্যাগ করে সবার উপরে দিয়ে দিন । যাদের বুঝতে কষ্ট হচ্ছে , তারা নিচের ইমেজের মত করে সাজিয়ে নিন ।
এরপর এই লেয়ারে শুধু চোখটা বাদে , আর সবকিছু ইরেজার দিয়ে মুছে দিন । তারপর চোখটার কালার চেঞ্জ করে দিন ।
কাজ শেষ 😀 ।
যদি আপনি প্লাগ ইন টার ফ্রি ভার্সন ডাউনলোড করে থাকেন , তাহলে ইমেজে ছোট ছোট অনেকগুলো Demo টেক্সট থাকবে । ফুল ভার্সন ডাউনলোড করলে সমস্যাটা আর থাকবে না ।
হ্যাপি ডিজাইনিং 😀
আমি ইমতিয়াজ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sakib bhai ai tricks ta lion er ai pic chara onno kono pic e hoy na ??