বিগিনিয়ার ফটোশপ ম্যানিপুলেশন #১ ( টেক্সট+ভিডিও )

টেকটিউনসে এটাই আমার প্রথম পোস্ট । তাই সবাইকে এত্তোগুলা হ্যাল্লো আমার পক্ষ থেকে . . . . 😛

আজকে আমরা যেটা করবো , সে ইফেক্টটার নাম Craack & পিল । পিচ্চি একটা টিউটোরিয়াল । এই ইফেক্টের আরেকটা নাম হইলো ডিমের খোসা ইফেক্ট  । নারীজাতির উপর যত রাগ আছে , সব আজকে উসুল করার চেষ্টা করবো । সেই জন্যে প্রথমে আমরা মুখটা ভাঙ্গিয়া চু্রমার করিবো , তারপর ভাঙ্গা edge হইতে ছাল-চামড়া টানিয়া তুলিব ।

চলেন তাইলে শুরু করি . . . .

( আর হ্যাঁ , এই টিউটোরিয়ালটা আগে প্রযুক্তিরখেলা.কম এ প্রকাশিত । আমার আরো কয়েকটা টিউটোরিয়াল আছে সেখানে । টেকটিউনসের নীতিমালার ডরে সেগুলার লিঙ্ক দিলাম না :v )

লাইফের ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল বানাইলাম । যদিও ভালো হয়নাই , আবার নতুন করে  বানানো উচিত ছিল । হাঁত-পা কাঁপাকাঁপি অবস্থা একেবারে . . তারপরেও আপলোড দিলাম । খারাপ হইলে তো আর আপনারা আমারে মারবেন না এট লিস্ট ! ভিডিওর শেষের দিকে আম্মুর ভয়ে বিদায় না জানায়েই শেষ করে দিসি 😀

আজকের রেসিপির জন্য যা যা লাগবে

লাগবে যে কারো একটা ফ্রেশ , সরাসরি মুখের ক্লোজ আপ , ভালো কোয়ালিটির ছবি । আমি ব্যবহার করেছি   এই ছবিটা

লাগবে একটা craack টেক্সচার । আমি সিলেক্ট করেছি  এইটা

আর লাগবে একটা পিল টেক্সচার । আমি নিয়েছি  এইটা

 প্রথমে ইমেজটা ফটোশপে ওপেন করুন । উপরে আজাইড়া সাদা অংশটা  ক্রপ করে বের করে দিন ।

তারপর আমাদের কাজ হবে প্রথম টেক্সচারটা নিয়ে আসা । যেকোনভাবেই বসাতে পারেন । আমি টেক্সচারটা মেইন ইমেজের উপর এমনভাবে প্লেস করেছি যেন টেক্সচারটার প্রধান দুইটা  ভাঙচুর  নাকের উপর থেকে দুই পাশে ছড়িয়ে পড়ে । নিচের মতো করে ।

1

তারপর লেয়ার প্যানেলে বাম পাশে grunge craack লেয়ারটাকে normal থেকে multiply করে দিন । এখানে আমি অবশ্য color burn করেছি , লাল আভাটা পাওয়ার জন্য ।

পছন্দমতো বসানো হয়ে গেলে টেক্সচারের উপর ডাবল ক্লিক করুন অথবা ctrl + p চাপুন । ইমেজটা প্লেস হবে । তারপর এই নতুন লেয়ারটিকে র‍্যাস্টারাইজ করতে হবে । এর জন্য Layer > Rasterize > Rasterize smart object এ ক্লিক করুন ।

2

এবার উপরে আর বামে যেখানে টেক্সচারের edge গুলো দেখা যাচ্ছে , সেগুলো সফট ইরেজার দিয়ে এমনভাবে চারপাশে মুছে ফেলুন যাতে edge বোঝা না যায় । নিচের মতো ।

x

এবার আপনি যেখানে যেখানে ভাঙাচোরা রাখতে চান , সেটুকু বাদে বাকি অংশ ইরেজার দিয়ে মুছতে থাকুন । সফট ব্রাশের ইরেজার ইউজ করবেন ।

আমাদের craack ইফেক্টটুকুর কাজ মূলত এখানেই শেষ । আপনি চাইলে আরেক দফা টেক্সচারটা এপ্লাই করতে পারেন । আমি কপালের উপর আরেক দফা  দিয়েছি । তবে আগের মতো করে নয় , এইবার প্লেস করার আগে টেক্সচারটা ঘুরিয়ে নিয়েছি ।

3

নিচেরমতো আসলো । ধুরোহ . . . বেশি টেক্সচার দিয়ে ফেলছি । আপনারা কমায়ে দিয়েন । সেকেন্ড টাইম টেক্সচারটা আরেকটু ডানে দেয়া উচিত ছিলো ।

y

এবার আমরা দিবো পিল ইফেক্ট । পিল টেক্সচারটা এবার ইমেজে নিয়ে আসুন । লেয়ারটাকে মাল্টিপ্লাই অথবা কালার বার্ন করে দিন । একইভাবে টেক্সচারটাকে পছন্দমতো জায়গায় প্লেস করুন । তারপর র‍্যাস্টারাইজড করুন । আমারটা এবার এরকম হলো ।

পিল টা এবার গালে বসিয়েছি । প্রিভিউ ইমেজে কিন্তু কপালে দেয়া । আপনারা যেখানে ইচ্ছে বসাইয়েন ।

z

এবার ভালো হয়নাই , নিজে যখন করেছিলাম তখনই বেটার ছিলো । ( প্রথমবার করলে মনোযোগ বেশি থাকে তো :D )

আপনি যে লেয়ারের অপ্রয়োজনীয় জায়গাগুলো মুছতে চান , সেই লেয়ার সিলেক্ট করে ইরেজার ইউজ করুন । সফট ব্রাশ ব্যবহার করবেন এ ক্ষেত্রে ।

প্রথমবার যখন করেছিলাম , ফাইনাল ইফেক্ট ছিলো এরকম । আপনাদেরটা কেমন হলো দেখাবেন কিন্তু . . .

manipulation12

আল্লাহ হাফেজ ।

হ্যাপি ডিজাইনিং ।

Level 0

আমি ইমতিয়াজ সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্রাদার সুন্দর লিখছো 😀 ভিডিও টাও ভালো হইছে B| গো এহেড, টেকটিউনস এ স্বাগতম। নিয়মিত লেইখো…

দারুণ তো ! ১ম টিউন হিসেবে অনেক সুন্দর হয়েছে @ আগামীতে আরো ভাল টিউন চাই। ধন্যবাদ

সুন্দর হইছে, তবে টিউটোরিয়াল গুলো মিডিয়া ফায়ারে আপলোড করে দিলে ভালো হতো।

    @মাহমুদ কলি।: অনেক ধন্যবাদ কলি ভাই , মিডিয়াফায়ার থেকে যেভাবে ডাউনলোড করেন . . একইভাবে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন । www. এর পর ss যোগ করে এন্টার দিবেন । তারপর ইচ্ছেমতো কোয়ালিটির ফাইল নামাইতে পারবেন । ধন্যবাদ ।

টিউনারের টিউন দেখে মনে হয়না যে কিছু শেখানোর ইচ্ছে আছে, ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করে দেখলাম ভালোই হইছে। তবে পিল টেক্সার ডাওনলোড করতে পারলাম না। তবে টিউনারের দেওয়া লিংঙ্কে অসংখ পিল টেক্সার আছে, ডাওনলোড করার নিয়মটা বলেন।

    @মাহমুদ কলি।: সমালোচনার জন্য ধন্যবাদ কলি ভাই :v , যাই কন . . . একটা টিউন দিয়ে কিছু শেখানো সম্ভব না । আর ম্যানিপুলেশন টাইপ টিউটোরিয়ালে এর চেয়ে বেশি শেখানো হয় না । এর জন্য বেসিক সিরিজ টিউটোরিয়াল লাগে 🙂

    @মাহমুদ কলি।: আর পিল টেক্সচারটার ছবির উপর রাইট ক্লিক করে open link in a new tab . তারপর save image as . .

Level 2

Sundor tune. Vedio ta deoar jonno aro beshi valo hoise.

ওরে দাদা আমি তো rasterize করতে পারি না ওটা ডেড হয়ে আছে।