আসসালামু আলাইকুম
ভাইয়ারা আজ আমি আপনাদের চমৎকার আরেকটি টেক্স ইফেক্ট এর সাথে পরিচয় করিয়ে দিব।
এটা ডিজাইন এর উপর আমার ৩য় পোস্ট।
যদিও পোস্ট টা একটু বড় হবে কিন্ত তার পরেও আপনি অনেক উৎসাহিত হবেন।
কোন দিকে না তাকিয়ে শুধু আমি যেইভাবে ইন্স্ট্রাকশন দিয়েছি সেইভাবে ভেলু গুলো খুব সাবধানে বসাবেন তাহলেই কাহিনী খালাস।
আমি মনে করি এমন ইফেক্ট আপনারা এর আগে কখনে করেন নাই।
যাযা লাগবে
১। অ্যাডোবি ফটোশপ
২। ইংরেজী ভাষা বুঝা। কারণ পোস্ট টি সম্পূর্ণ-ই ইংরেজীতে।
তো চলুন দেখা যাক কেমন হবে ইফেক্ট টি।
ইফেক্ট টি হবে এমন এবং এই ডিজাইন টি করার জন্য চলে যান এইখানে ক্লিক করার মাধ্যমে
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই। দয়া করে পারলে নিজে বাংলায় অনুবাদ করে বিস্তারিত টিউন করেন। আর না পারলে বাদ দেন। অযথা নিজের সাইটের এ্যড দেয়া বন্ধ করেন।