ফটোশপ এর যাদু [পর্ব-৩৭] :: ফটোশপে দিন মাস্কিং ইফেক্ট (একদম সোজা)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মাস্কিং ইফেক্ট হল Background এর সাথে মূল ছবি মিশে যাওয়া।
তাহলে আসুন আমরা শিখে নিয় কিভাবে ফটোশপে মাস্কিং ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম

প্রথমে ফটোশপ চালু করুন ।

এবার একটি ব্রাকগ্রাউন্ড ও একটি ছবি ওপেন করুন। নিচে আমার মত করে ।


এবার মাস্কিং ইফক্ট ছবির মধ্যে দিতে হলে লেয়ার প্যালেট থেকে Add Layer Mask এ ক্লিক করুন।

এবার টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করে ব্রাকগ্রাউন্ড কালার কালো এবং ফোরগ্রাউন্ড কালার সাদা নিতে হবে নিচের মত করে ।

এবার আমরা ছবিকে মাঠের সাথে মিশেয়ে দিব যেন বুঝা না যায় এটা আলাদা নেওয়া হয়েছে
তাহলে টুলবার থেকে Gradient টুল সিলেক্ট করুন তারপর ছবির উপর উপরের থেকে নিচে টান দিন।

এবার দেখুন কেমন হয়েছে দেখতে।

বিঃদ্রঃ একই নিয়মে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good Job Sir. 😀
___________________

Very Easu Very Fine