আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের ডিজাইনের শেষে যদি আমরা বর্ডারে ডিজাইন দিয় তাহলে আমাদের ডিজাইনটি আরো সুন্দর হয়ে উঠবে। তার সাথে লেখাকে যদি Expand কমান্ড দিয়ে তাহলে তো কথা নেই আমাদের ডিজাইন ফুটে উঠবে দারুন ভাবে।
তাহলে আসুন শিখে নিই কিভাবে দিয়তে হয় প্রথমে ফটোশপে আমার মত একটি ডিজাইন তৈরি করুন ।
তারপর বর্ডার দিতে হলে Background সিলেক্ট করে কী-বোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে লেয়ার প্যালেট এর ব্রাকগ্রাউন্ড লেয়ার এ ক্লিক করুন।
তাহলে ব্রাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন ।
এবার Select মেনুতে ক্লিক করে Modify> Broder বাটনে ক্লিক করুন ।
এবার নিচেরমত মাপ দিয়ে Ok করুন ।
এবার সিলেকশ করা বর্ডারের মধ্যে কালার দিতে হলে ব্রাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে টুলবার থেকে Paint Packet টুল সিলেক্ট করে সিলেকশন করা বর্ডারের উপর ক্লিক করুন তাহলে বর্ডার টি নিচের মত আপনার পছন্দের কালার দ্বারা ফিল হবে।
ব্যাস সুন্দর একটি বর্ডার হয়ে গেল।
এবার লেখাকে ডিজাইন করার পালা বর্ডার এর মত লেখা সিলেকশন করতে হলে কী-বোর্ড থেকে Ctrl বাটন চেপে ধরে লেয়ার প্যালেট এর Text লেয়ার এ ক্লিক করুন।
তাহলে লেখাটি সিলেক্ট হবে নিচে আমার মত করে।
এবার কোন লেখাকে Expand করতে হলে মেনু থেকে Select>Modify> Expand বাটন এ ক্লিক করে নিচের মত মান দিয়ে Ok করুন ।
এবার একটি লেয়ার নিন তারপর টুলবার থেকে Paint Bucket টুল সিলেক্ট করে লেখার উপর ক্লিক করুন তারপর লেখার কে উপররে টেনে দিন মাউস দ্বারা।
সবশেষ আমাদের করা ডিজাইন কে সেভ করে রাখুন ।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
balo laglo bai ami photography jonno pagol …aro tips chai