ফটোশপ এর যাদু [পর্ব-৩৫] :: তৈরী করুন একটি ব্যানার সাথে এনিমেশন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা বিভিন্ন ওয়েব/ব্লগ সাইটে দেখতে পাই যে,  কিছু জিপ এনিমেশন আকারে ব্যানার তৈরি করা এগুলো আসলে ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে আসুন এই জিপ ফাইল গুলো কিভাবে বানাতে হয় তার নিয়ম শিখে নিয়,  নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।

১। প্রথমে আমরা ব্যানার তৈরী করব সেজন্য ফটোশপ চালু করুন কারন ফটোশপ দিয়ে সুন্দর ব্যানার তৈরী যায় সেজন্য।

এবার File>New তে ক্লিক করে নিচের মাপের একটি পেজ নিন ।

তাহলে নিচের মত সাদা পেজ ওপেন হবে।


এরপর টুলবার থেকে Rectangular Marquee Tool সিলেক্ট করে নিচের মত একটি শেপ আকুন। আর হ্যাঁ শেপ আকার আগে একটি নতুন লেয়ার নিতে ভুলবেন।

এবার আমরা আমাদের শেপটিকে পছন্দ কালার দ্বারা ফিল করব, নিচের মত করে।

ইচ্ছা করলে আপনি লেয়ার প্যালেট থেকে Blending Option গিয়ে Drop shadow দিতে পারেন শেপটির মধ্যে।
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে আপনার ব্যানারের বিষয় বস্তু লিখুন, আমি লিখলাম।

এবার প্রযুক্তির সকল খবর জানতে নিচে একটি শেপ করুন ।

এবার সাদা খালি জায়গায় Logo অথবা লেখা লিখতে পারেন। পরিশেষ File>Save As ক্লিক করে সেভ করে রাখুন পরবর্তী এনিমেশন তৈরি করার জন্য।

০২। এবার এনিমেশন তৈরি করার পালা এনিমেশন তৈরি করতে gif সফটওয়ারটি চালু করুন।
এবার File>New তে ক্লিক করে ফটোশপে কাজ করা ছবিটা দেখিয়ে দিন।

এবার Create Animated Text ক্লিক করুন এনিমেশন তৈরি করার জন্য।

পরিশেষে File>Save As ক্লিক gif আকারে সেভ করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার কাঙ্গিত এনিমেশন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

gif bananor software tir download link paoya jabe ki ??..

গিফ সফটওয়্যার কই?

Level 0

আমাকে একটু HELP করেন আমার টিউনটি হট টিউন SELECT করছে BUT আমি এখন টিউন করতে পারিছনা আমার PROFILE পুরো ফাকা একটু HELP করেন দয়া করে।

হোছাইন ভাই। আমি একজন দাবা খেলোয়াড়। আমি দাবার নিউজ ছাড়ার জন্য একটি ব্লগ খুলেছি।
আমার ব্লগে আমি লাইভ দাবা খেলা দেখাতে চায়। কিন্তু পারছি না। যদি এ বিষয়ে একটু সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতাম। আমার ব্লগঃ ( http://chessnews64.blogspot.com/ ) কে আমি এই ব্লগের মত লাইভ দাবা খেলা দেখাতে চায় ( http://susanpolgar.blogspot.com/2013/10/tcec-live.html ) ।