ফটোশপের মাধ্যমে আমরা খুব সহজেই বের করতে পারি যেকোন ইমেজের কালার কোড।ডিজাইনের ক্ষেত্রে কালার কোড জানাটা বেশ প্রয়োজন। আমরা কয়েকটি ধাপ অনুসরণ করলেই কালার কোড বের করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ইমেজের কালার কোড বের করবেন।
ধাপ-1
প্রথমে আপনার পছন্দের ইমেজটি ওপেন করুন।
ধাপ-2
এবার টুলবার হতে ফরগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করুন তাহলে কালার পিকার নামে একটি উইন্ডো পাবেন।
ধাপ-3
এবার আপনার ইমেজের যে অংশের কালার কোড বের করতে চান সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে যান। খেয়াল করুন মাউস পয়েন্টারটি দেখতে ড্রপারের মত হয়েছে। এবার যে অংশের কালার কোড বের করবেন সেটির উপর মাউসের ক্লিক করুন। তাহলে কালার পিকার উইন্ডোতে ঐ কালারটির কোড প্রদর্শন করবে। এবার সেখান থেকে কোডটি জেনে নিতে পারেন বা কপি করে আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।
আমি Khairul islam shuvo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুড