নিয়ে নিন কিছু PSD ভিজিটিং কার্ড ফরম্যাট (সাথে একটি ওয়াজ মাহফিল পোষ্টারের ডিজাইন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা যারা ফটোশপে কাজ ডিজাইন এর কাজ করি, আমরা অনেক সময় ব্যবসায়ীদের ভিজিটিং কার্ড অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড প্রয়োজন হয়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপে করা কিছু PSD ভিজিটিং কার্ড ফরম্যাট ও ইলাষ্ট্ররে করা একটি ওয়াজ মাহফিল পোষ্টার।

তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন, সাইজ মাত্র ৩.৫৩ মেগাবাইট।

বিঃদ্রঃ আমার নিজের ডিজাইন করা  অনেক গুলো নজরকারা ফটোশপ আর ইলাষ্ট্রটরে করা ভিজিটিং কার্ডের ফরম্যাট আছে ইনশাল্লাহ সময় পেলে আগামীতে শেয়ার করব।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
পূর্বে প্রকাশিত এখানে
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর। আমার পছন্দনীয়।

Level 0

Install file nai .

অনেক ভাল লাগল।

ভাই কিছু মনে করবেন না। আপনার ডিজাইন গুলো আমার পছন্দ হয় নাই। অনেক আগে এই ডিজাইন গুলো ব্যাবহার করা হত। এখন আরও ষ্ট্যাণ্ডার্ড ডিজাইন ব্যাবহার করা হয়। আমি শুধুমাত্র আমার কথাগুলো বললাম, কিছু মনে করবেন না।

    @অনিক সরকার: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য@ আমার কাছে আরো ষ্ট্যাণ্ডার্ড ডিজাইন আছে ইনশাল্লাহ সময় পেলে সেগুলো পাবেন। আশা রাখি এগুলো আপনার পছন্ত হবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।নতুন ডিজাইনারদের ভিজিটিং কার্ড করা এটা ধারনা পেতে অনেক সাহয্য করবে। আমার কাছেও ডিজাইগুলো সেইকালের মনে হয়েছে।আগামী পোস্টের অপেক্ষায়….

ভাইজান কিছু মনে করবেন না। আপনি ওপরে (post এর শুরুতে ) ঈদের শুভেচ্ছা দিয়ে একটি এ্যানিমেশন ছবি দিয়েছেন ।এর কাজ শিখার ভিডিও টিউটরিয়াল কষ্ট করে পোষ্ট করেন না ।প্লিজ /আমার এরকম creative কাজ শেখার খুব ইছা।

Level 0

onek valo lage vai apnar post golo pore ami apnar sobgolo post pore

Level 2

হোছাইন ভাই, আপনি খুব সুন্দর সুন্দর টিউন করেন। বিশেষ করে ফটোশপের উপর। আপনার কাছে যদি ফটোশপের প্লাগইন থাকে তবে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আমার ই-মেইল [email protected]

খুব দরকারি পোষ্ট ভাই

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভাই জন্মদিন ও হালখাতার ডিজাইন এর Download link দেন।