ফটোশপ দিয়ে সহজেই তৈরি করুন (ফেইসবুকের ইসলামিক পোষ্ট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

এবার আপনি অনেক সহজে ফেইসবুকের পোষ্ট এর জন্য অথবা নিজের বা নিজের প্রতিষ্ঠানের জন্য পোষ্ট/ডিজাইন বানাতে পারবেন ফটোশপে। তাহলে নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করি।

প্রথমে ফটোশপ চালু করুন।

তারপর File> New এ ক্লিক করে নিচের দেখানো অনুযায়ী একটি নতুন পেজ নিন।

এবার কালার বক্স থেকে নিচের মত কালার নিয়ে অথবা আপনার পছন্ত অনুযায়ী কালার নিয়ে। সাদা পেজের উপর ফিল (ভরাট) করুন। ফিল করতে হলে কি-বোর্ড থেকে Alt+Backspace চাপ দিন।

তাহলে সাদা পেজ আপনার পছন্ত কালার দ্বারা ভরাট হবে। নিচের মত করে।

এবার মেনুবার থেকে Filter> Render>Lighting Effects ক্লিক করুন।

তাহলে নিচের মত একটি ডায়ালগ বক্স আসবে। এবার নিচের মান দিয়ে অথবা আপনার পছন্ত মত মান দিয়ে Ok করুন।

তাহলে আমাদের ডিজাইনটা নিচের মত হবে ।

এবার Toolbar থেকে টাইপ টুল সিলেক্ট করে যে বিষয়ের উপর পোষ্ট লিখবেন সে বিষয়ের কিছু লেখা লিখুন। নিচে আমি রমজানের কিছু লেখা লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন।

সবশেষে File>Save As বাটনে ক্লিক করে সেভ করে রাখুন।

পূর্বে প্রকাশিত এখানে

আমার তৈরি করা রমজানের কিছু ফেইসবুক পোষ্টঃ

১। 

২। ৩।

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার টিউন। খুব খুব ভাল লাগলো। সোজা প্রিয়তে…

Thanks for your nice sharing 🙂

Thanks for your nice Post 🙂

আল্লাহ্ এর উত্তম প্রতিদান প্রদাণ করবেন

thanks

darun post