গেমস জোন [পর্ব-১০২] :: বাংলায় গেমসের কভার বানানো!

গেমস জোন

ইন্টারেস্টিং! তাই না! ইদানিং ফেসবুকে অনেকেই জ্বালাচ্ছো আমায় যে কিভাবে বাংলায় গেমসের কভার বানাবে তা জানার জন্য। তো আমি “প্রায় বাধ্য” হয়েই টিউনটি করলাম। তবে যাই হোক, প্রসেসটা সোজা যারা গ্রাফিক্স আই মিন ফটোশপ পারো তাদের জন্য।

যা যা লাগবে:

১। এডোবি ফটোশপ সফটওয়্যার,

২। প্রচুর বাংলা ফ্রন্ট, ডাউনলোড করে নাও:

http://freedownloadplace.blogspot.com/2013/03/750-bengali-fonts-collection-with.html

৩। ইংরেজি গেমটির কয়েক ধরণের কভার এবং ওয়ালপেপার

৪। ধৈর্য্য!!

চলো শুরু করা যাক:

কিচ্ছু লাগবে যদি তুমি ফটোশপ ভালো পারো এবং তোমার পিসিতে প্রচুর বাংলা ফ্রন্ট থাকে । আসল মাইর হলো পারফেক্ট ফ্রন্ট নির্বাচন করে নিচের মতো ডিজাইন করা।

প্রথমে তোমাকে গেম পছন্দ করতে হবে। গেম পছন্দ করে গেমটির কভারে ইংরেজি নামটি ভাল করে লক্ষ্য করবে। লক্ষ্য করবে ফ্রন্ট স্টাইল, সাইজ এবং অন্যান্য ইফেক্টগুলো। এরপর বানিয়ে ফেলবে! আমি তো হাতে ধরে ধরে প্রতিটি কভার বানানো শিখিয়ে দিতে পারবো না! তাই নিচে কয়েকটি কভার বানানো দেখালাম। বুঝে নিও কিভাবে করতে হবে!

জিটিএ স্যান এনড্রেস

 

১। প্রথমে ফটোশপ ওপেন করো। এরপর স্যান এনড্রেস এর ইংরেজি কভার টি ওপেন করো।

২। Grand Theft Auto এর বাংলা করো। Grand = বিশাল / বৃহৎ / বিরাট, Theft = চোর/ চুরি হয়েছে, Auto (Automobiles) = গাড়ি/ যানবাহন ইত্যাদি। আমার মতো বিরাট গাড়ি চোর টাইটেল ঠিক হবে। আর স্যান এনড্রেস যেহেতু একটি দেশের নাম এবং দেশের নামের বাংলা হয় না তাই স্যান এনড্রেসকে ইংরেজিতেই থাকতে দাও।

৩। বাংলা টাইটেল পছন্দ করা হয়ে গেলে Grand Theft Auto ফ্রন্টটি ভালো করে লক্ষ্য করো। এটি মোটা এবং সাদা রং এর উপর কাল রং এর স্ট্রোক দেওয়া।

৪। Grand Theft Auto অংশকে কালো রং এর ব্রাশ টুল দিয়ে কালো ফিল করো।

৫। এবার টাইপ টুল দিয়ে একটি মোটা এবং ইংরেজি Grand Theft Auto ফ্রন্ট এর সাথে মানানসই একটি বাংলা ফ্রন্ট নির্বাচন করে লিখো “বিশাল গাড়ি চোর” এবং সাজাও। বাংলায় লেখার জন্য বিজয় সফট এর Crtl+Alt+B চেপে নিও।

৬। ইংরেজি কভারে লক্ষ্য করো যে স্যান এনড্রেস লেখাটিকে উপরে আনা হয়েছে অটো লেখাকে পিছনে দেওয়া হয়েছে। তাই আমাদেরকেও “চোর” শব্দটিকে স্যান এনড্রেস লেখাটির পিছনে দিতে হবে। এজন্য এনড্রেস লেখাটিকে সিলেক্ট করো তোমার পছন্দের ল্যাসো টুল দিয়ে। এরপর কপি পেষ্ট করো। একটি নতুন লেয়ারে সিলেক্টকৃত অংশটি কপি-পেষ্ট হবে। এরপর লেয়ারটিকে “চোর” লেয়ারটির উপরে নাও!

৭। এবার শুধু স্ট্রোক দেবার পালা। লেখা তিনটিকে স্ট্রোক ইফেক্ট দাও। ব্যাস তৈরি হয়ে গেল স্যান এনড্রেস এর বাংলা কভার!

টম্ব রেইডার

 

১। গুগলে গিয়ে লোগো ব্যাতিত একটি কভার জোগাড় করো। এবং ওপেন করো।

২। টম্ব রেইডার এর বাংলা করো। Tomb = সমাধি, Raider = হানাদার = সমাধির হানাদার

৩। “সমাধির” লেখাটা গাড় লাল এবং “হানাদার” লেখাটা সাদা রং দাও।

৪। এবার লেখায় ঘর্ষন  ইফেক্ট দাও। এ জন্য Filter > Artistic > Rough Pastels ইফেক্ট টি ব্যবহার করো

৫। এখন শুধু ১৮+ এবং নির্মাতা ও প্রকাশকদের লোগো কপি পেষ্ট করে আনো ইংরেজি কভার থেকে। হয়ে গেল!

এভাবে নিজে নিজে চেষ্টা করে আমার চেয়েও ভালো বাংলা কভার বানাতে পারো তোমরা!!



Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন তো। ফন্ট গুলো ডাউনলোড করলাম। ধন্যবাদ।

    সংগ্রহে রাখতে পারেন ফ্রন্টগুলো!

ছমৎকার বেশ ভালোই বানাইছেন চেষ্টা করব কয়েকটা বানানোর।

Level 0

আপনার সবগুলো টিউন অসাধারণ । অনেক কষ্ট আর যত্ন করে টিউন করেন ।ধন্যবাদ এইটা সহ সব টিউনের জন্য ।

Level 0

আপনার প্রতিভায় আমি মুগ্ধ 🙂

Level 0

vai adf.ly e bole cannot access because of court orders

চরম

Level 0

অনেক কষ্ট করে অনেক আনন্দ দিতে পেরেছেন । In single Word >>> Great !!!!!!

Level 0

সেইরাম BOSS!!!
প্রচুর মজা পাইলাম।