আসসালামু আলাইকুম ওয়ারাহামাতুল্লাহি ওয়াবারকাতু । আশা করি সকলেই ভাল আছেন। এটি টেকটিউন্সে আমার ৪র্থ টিউন। আমার পূর্বের টিউন গুলো দেখুন নিচে।
অনেক সময হয়তো আপনার তোলা ছবিটি আপনার মনের মতো হয়ে ওঠে না. শুধুমাত্র আপনার পোশাকের জন্য। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এই ছবিটায় আপনার ড্রেসের অন্য কোনো কালার হলে ভালো লাগতো। তো চলুন আজকে আমি আপনাদের দেখাব কিভাবে ফটোশপে আপনার পোশাকের কালার চেন্জ করতে হয়।
বি: দ্র:- এখানে আমি Adobe Photoshop CS6 Extended ব্যবহার করেছি। ফটোশপের অন্য যে কোনো ভার্শনেও এই পদ্ধতিতে কাজ হবে।
প্রথমে আপনি যে ছবিটার কালার পরিবর্তন করতে চান সে ছবিটিকে ফটোশপে ওপেন করুন। এরপর যে পোশাকের কালার পরিবর্তন করতে চান সেটিকে যে কোনো একটি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করুন। এবার আমরা সিলেকশনের চারিপাশ মর্সৃন করার জন্য ছবির চিহ্নিত স্থান অনুযায়ী Refine EDGE তে ক্লিক করে ছবিটি Refine করুন।
আপনার সিলেকশন অনুযায়ী মান কম বেশী করুন।
সিলেকশন Refine করা হয়ে গেলে, লেয়ার প্যনেলের নিচের দিকে Create new fill & adjustment layer থেকে Hue/Saturation নির্বাচন করুন।
এবার একটি প্যানেল ওপেন হবে। লক্ষ করুন লেয়ার প্যনেলে Hue/Saturation 1 নামে একটি লেয়ার মাস্ক যুক্ত হয়েছে। এখান থেকে Hue/Saturation/Lightness ইচ্ছেমতো কমিয়ে বাড়িয়ে আপনার পচ্ছন্দের কালার দিন।
অবশেষে File>Save as থেকে অথবা Ctrl+Shift+S চেপে আপনার ইচ্ছেমতো Destination অনুযায়ী সেভ করুন।
ভাল লাগলে প্রিয় টিউনসে যুক্ত করতে ভুলবেন না।
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
আমার স্কাইপ আইডি ঃ moin...khulna
আমি মঈন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ