আসসালামু আলাইকুম, আপনাদের সকলের কাছে আমি আজ নতুন তাই ভুল হতে পারে হলে ক্ষমা করবেন।
কথা বাড়িয়ে দরকার নেই আমরা আজ দেখবো ফটোশপ ব্যবহার করে কিভাবে একটি ডাস্টযুক্ত ছবি সুন্দর মেকআপওয়ালা ছবি তৈরী করা যায়। তাহলে চলুন দেখা যাক-
প্রথমে আমরা এ্যাডোব ফটোশপ প্রোগ্রামটি ওপেন করবো তার পর একটি ছবি ওপেন করবো (File>Open> File name) তার পর (Window>Layer) প্যালেটটি ওপেন করে
ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে কপি করবো এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর রাইট বাটুন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার সিলেক্ট করতে পারি
এবার দ্বিতয়ি লেয়ারটির Blendign Option থেকে Overly মুড সিলেক্ট করে দিই
এখন 2য় লেয়ারটিকে High pass দিবো, এজন্য Filter>Other>High pass সিলেক্ট করবো ওখানে মান দিবো 20.5
তারপর OK Click করবো। এরপর Ctrl+I চেপে Layer টি Invert করবো, এখন ইমেজটি দেখাবে এমন
এখন লেয়ার প্যালেট থেকে opacity কমিয়ে নিব
তারপর লেয়ার প্যালেটের নিচ থেকে mask option select করে টি mask করে নিব
এখন টুলবার খেকে ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশ করবো ভ্রু, চোখ, ঠোট, চুল, বডি কিন্তু মুখের উপর ব্রাশ করবো না শুধু যে জায়গাগুলোর কথা আমি বলেছি সেগুলো বাদে
দেখবেন যে জায়গাগুলোতে আপনি ব্রাশ করছেন সে জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে।
টুলবারের লাল চিহ্ন দেওয়া জায়গা থেকে ব্রাশ সিলেক্ট করবো এবং দ্বিতীয় লাল বৃত্ত দেওয়া জায়গা থেকে কালো কালার সিলেক্ট করে তবে উল্লেখিত জায়গা গুলোতে ব্রাশ করবো।
ব্রাশ শেষে ওপেন করা ইমেজ এবং কাজ করা ইমেজটি মিলিয়ে নিব দেখতে পারবো কতো পরিবর্তন হয়েছে। মনে হবে বিউটি পার্লার থেকে মেকআপ করা হয়েছে।
এই ইমেজটিকে আরো সুন্দর করা যায় আমরা সেগুলো এবং আরো নতুন কিছু সুন্দর প্রজেক্ট নিয়ে আবারো আলোচনা করব।
যদি আপনারা মন্তব্য করে তাহলে পরবর্তিতে টিউন করতে উৎসাহি হবো। ধৈর্য ধরে টিউনটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
আমি MM Shohid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Excelent