ফটোশপে মজা [পর্ব-৩৩] :: ফটোশপ দিয়ে কালার কোড বের করুন সহজ উপায়ে নতুনদের জন্য ।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছে? ভালো থাকেন এই কামনা করি।  ওয়েব ডেভলপার ভায়েরা বিভিন্ন কোডিং এর মাধ্যমে কাজ করে থাকেন, অনেক সময় দেখা যায় অন্য একজনের ফন্ট অথবা পেজ কালারটি পছন্দ হয়ে গেছে তখন আপনি সেই কালারটি খোজার জন্য ফটোশপের শরনাপন্ন হন অনেক চেষ্টা করেন কালারটি বানানোর জন্য। আমি আপনার জন্য একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি - চলুন দেখি কিভাবে আপনার পছন্দের কালার কোড টি সংগ্রহ করবেন ফটোশপ থেকে।

------------------------------------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন আপনার পছন্দের পেজটি ওপেন করুন অর্থ্যাৎ যে ইমেজ থেকে কালার কোডটি সংগ্রহ করবেন। আমি নিচে বিভিন্ন কালার সংবলিত একটি ইমেজ নিয়েছি উদাহরণ স্বরূপ দেখানেরা জন্য।

ধাপ-২ এবার এই ইমেজের যে কালারটি আপনার পছন্দ অর্থ্যাৎ আপনার পছন্দের কালারটির কোড চান, তাহলে নিচের চিত্র মত কাজ করুন। টুলস বক্স হতে ফরগ্রাউন্ড কালার বক্সে ক্লিক করুন কালার পিকার নামে একটি উইনডো পাবেনে এবার যে কালার কোড টি নিতে চান চিত্রের মত মাউস পয়েন্টারটি নিয়ে যান দেখুন আপনার মাউস পয়েন্টারটি ড্রপারের মত হয়েছে এখন ঐ কালারে  ক্লিক করুন এবার চিত্রে দেখুন সবার নিচের বক্সে লাল হিহ্নিত  দেখতে পাচ্চেন সেখান হতে কোড টি সিলেক্ট করে কপি করে নিন আপনার প্রয়োজনীয় কাজে প্রয়োগ করতে পারেন।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস