ফটোশপে মজা [পর্ব-৩১] :: ফটোশপ দিয়ে লেখার উপর ডাবল স্ট্রোক দিন সহজ ভাবে। কাজের জিনিস

ফটোশপে মজা

টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। ফটোশপে মজা শিরোনামে আজকের পর্ব-৩১ আপনাদের দোয়ায় পর্বগুলি করে যাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে টিউন করব তা হলো যে কোন লেখার উপর ডাবল স্ট্রোক প্রয়োগ করা নিয়ে। অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে কোন অবজেক্টের উপর ডাবল স্ট্রোক প্রয়োগ করতে হয় এতে করে লেখার সুন্দর্য বৃদ্ধি পায়। আমরা যার নতুন ফটোশপ শিখছি তাদের কাজে লাগবে। কাজটা একটু কৌশলের আপনি সহজেই করতে পারবেন। চলুন শুরু করা যাক।

----------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন যে কোন সাইজের ডকুমেন্ট নিন আমি 400*100 পিএক্স রেজুলেশন-300 করে ডকুমেন্টটি নিয়েছি। তার পর টাইপ টুল দিয়ে যে কোন টেক্সট লিখুন। যেমন আমি ট্কেটিউনস লিখেছি। চিত্রে দেখে এই টেক্স লেয়াটি কে ডুবলিকেট করা হয়েছে আপনি ও একটি ডুবলিকেট করুন।

ধাপ-২ এবার টেক্সট লেয়ারের নিচের লেয়ারটি অর্থ্যাৎ 1নং লেয়াটির উপর ডাবল ক্লিক করুন চিত্রের মত স্ট্রোক দিন। আমি সলিড কালার ব্যবহার করেছি আপনি ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। সবশেষে ওকে দিন।

ধাপ-৩ 2নং লেয়াটি সিলেক্ট করুন এর উপর ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত স্ট্রোক দিন। সবশেষে ওকে দিন।

ফলাফল নিম্নরূপ । ভালো লাগলে কাজে লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর