ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (একটু অন্য রকম ভাবে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে  একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয় তার নিয়ম।  তাহলে চলুন শিখে নিই কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করা যায় তার নিয়ম ।

😳 প্রথমে ফটোশপ চালুন করুন।।

তারপর যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সে ছবি ওপেন করুন নিচে আমি একটি ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।

তারপর টুলবার থেকে Background Eraser Tool select করুন, নিচের মত করে।

এবার Background Eraser Tool টুল অপশন থেকে পছন্দমত Brush size select করুন এবং Tolerance 27% select করুন।

এবার আপনার ছবি ও ব্যাকগ্রাউন্ড এর মাঝ বরাবর Eraser টি Drag করুন। দেখুন শুধুমাত্র Background রিমুভ হবে। অন্য কিছু রিমুভ হবে না

উপরের একই নিয়মে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মুছে ফেলুন।

এবার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেটি ওপেন করুন। (File> open)

তারপর কিবোর্ড থেকে CTRL+A এবং CTRL+C চাপ দিন। তাহলে সম্পূর্ণ ছবিটি copy হবে।

এবার আমাদের মেইন ছবিতে ফিরে আসুন। তারপর paste করার জন্য কী-বোর্ড থেকে CTRL+V press করুন এবং ব্যাকগ্রাউন্ডটি বড় করার জন্য কী-বোর্ড থেকে CTRL+T একসাথে press করুন।

বার Layer Palette এ যান এবং ব্যাকগ্রাউন্ড টি নিচে মাউস দিয়ে Drag করে দিন অথবা কি-বোর্ড থেকে Ctrl+Shift+} দিন। তাহলে নিচের মত ব্যাকগ্রাউন্ড উপরে উঠে যাবে।

পরিশেষে File>Save As ক্লিক করে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার ছবিটি।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
পূর্বে প্রকাশিত এখানে/ এখানে

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ki bapar ! Mandhatar amoler photoshop ta koi?

zai hok abar aschi. dekha hobe techtunes e.

    @kabir1100: আমাদের টিউনার বন্ধু খালেদ ভাই বলেছিল একটি টিউন করতে ফটোশপ সি এস ৫ দিয়ে তাই ওনার অনুরোধ রাখতে গিয়ে ফটোশপ সি এস ৫ প্রেমে পড়ে গেলাম, ফটোশপ সি এস ৫ ফটোশপ ৭ মত কিন্তু কিছু কমান্ড ব্যতিক্রম আছে। তবুও ভালো। (আর আপনার টিউনের খবর কি)

Hossain vai apni kivabe post er prothome ei rokom picture edit koren ektu bolben ki?

vai highligh gula ta osthir !!!!!

Level 0

হোছাইন আহম্মদ ভাই আপনি আমাকে একটু হেল্প করবেন .. আপনার নম্বর টা অথবা আমার ফেইসবুক এর লিংক টা দিলে ভালো হত. plz plz plz …