Adobe photoshop cs6 extended software টা দিয়ে বিজ্ঞ ভাইয়েরা সাহায্য করুণ ।

সবাই আমার সালাম নিবেন । photoshop এর letest version cs6 extended software টা অসাধারন । এর মাধ্যমে অনেক কাজ সহজে করা যায় আগের চেয়ে । নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে । কিন্তু বড়ই পরিতাপের বিষয় অনেক কষ্ট করে এক ভাইয়ের দেয়া (কয়েকদিন আগে টিউন করেছেন ) সুপার কমপ্রেস ফাইল অনেক আশা নিয়ে লোড করে দেখলাম bridge,video edit option কাজ করতেসেনা তাও আবার টরেন্ট লিঙ্ক ছিল । মানে এসব কাজ বাদ দিয়ে উনি কমপ্রেস করেছেন  । টিউনে সার্চ করে দেখলাম যেগুলো পোস্ট আছে শবগুলোর লিঙ্ক বাতিল হয়ে গেছে । এখন দয়া করে কেও ফুল্ল ভার্সন শেয়ার করলে খুব উপকৃত হতাম   😥

 

[ N.B: যারা symphony android set কিনতে চান তাদের কে বলছি- অনেক সেট এ gravity sensor ঠিক মত কাজ করেনা । ফলে অনেক রেসিং গেম খেলা যায় না । তাই যারা কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন ]

Level 0

আমি arif_nirjhor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Portabe টা দিচ্ছি…No install,no crack,no patch…..
32 bit: লিঙ্ক পেলাম না…
64 bit: http://mir.cr/0YK32S39

নির্ঝর ভাই,

ভাই আপনার এই টিউনটায় মনে ব্যাপক কষ্ট পাইছি। কিন্তু কষ্ট পাইতে গিয়া জটিল জিনিস বাইর কইরা ফালাইছি। কারন আমার টিউনটাই আপনি ঢুকছিলেন। আপনার কথা মতো আমিও দেখি আমার এডবি ব্রীজ নাই। আমি কনফিউজড হইয়া গেলাম। তাইলে আমি কি নামাইলাম? আপনি জানেন?? এই ২৬৫ মেগা আমার নামাইতে ২ রাত লাগছে (সুপার ফাষ্ট ব্রডব্যান্ড ইন বাংলাদেশ কিনা তাই!)।

যাহোক আমি যেটা নামাইছি, এই টাই ফুল ভার্সন 🙂 তবে আপনারে একটু মাথা খাটাইতে হইবো। Photoshop CS6 Open কইরা একদম উপরে ডানকোনায় দেখেন Essential Select আছে। না থাকলে ওখানে মাউস নিয়া Essential সেলেক্ট করেন। তারপর ওইটারই ড্রপ ডাউন মেনুতে দেখেন Reset Essentials আছে। ওইখানে ক্লিক করেন। এবার আপনার টাস্কবারের নিচে বাম পাশে দেখেন আবার বহু কাংখিত নৌকা Bridge সবই পাইবেন।

ডোন্ট মাইন্ড ভাই। খালি একটু মাথা খাটাইবেন। ধন্যবাদ কষ্ট দেয়ার জন্য। ফলে নতুন কিছু শিখতে পারছি। মরিচীকার পিছনে না ছুটে হাতের কাছে যেটা পাওয়া যায় ঐটারেই ডিসকভার করেন না! অ-নে-ক কিছু পাইবেন।

Adobe photoshop cs6 software টা হবে?