ফটোশপে মজা [পর্ব-২৪] :: এনিমেশন ফ্রেম, যে কোন ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দিন।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। এনিমেশন ফ্রেম তৈরী পর্বে আজকে দেখাবো  একটি ইমেজের মধ্যে স্বাগতম কথাটি কি ভাবে এনিমেশন এ রূপ দেবেন। এনিমেশনে যারা নতুন তাদের অবশ্যই আমার পোষ্টগুলি কাজে লাগবে। আমি নতুনদের বলছি। আপনারা সহজেই কাজগুলি করতে পারবেন।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------- ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দেয়া ------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন আপনার পছন্দ মত একটি ছবি ওপেন করুন ক্রোপ টুল দিয়ে এর সাইজ দিন 448*300 পিক্স। এবার ছবিটি আর নাড়াচারা করবেন না টুলবক্স হতে রেক্টএ্যাংগেল টুলটি সিলেক্ট করুন ফেদার-0 থাকবে একটি চিত্রের মত সেপ তৈরী করুন নতুন একটি লেয়ার নিন ফিল করুন যে কোন কালারে, কাগজের নিচে ছায়া দেওয়ার জন্য লেয়ার স্টাইল হতে ড্রপশ্যাডো দিয়ে নিন। দুপাশে যে ছিদ্র দেখা যাচ্ছে, তা যে ভাবে করবেন টুলস বক্স হতে ইরেজর টুলটি সিলেক্ট করে কাগজের দুই পান্তে ক্লিক করুন ছিদ্র হয়ে যাবে। এবার দেখেন আমি পাখির ছবিটা নিয়েছি তাতে দেখায়ায় পাখি দুটি সুতোয় কামড় দিয়ে কাগজটিকে ধরে আছে আপনি ব্রাশ টুল দিয়ে সুতার কাজ টি ড্র করে নিবেন তারপ স্বাগতম কথাটি লিখে লেয়ার স্টাইলে ব্যালেন্ডিং অপশন হতে ড্রপ শ্যাডে এবং স্টোক কালার প্রয়োগ করে কাজটি শেষ করুন, আর কিছু করার দরকার নাই এখন এই কাজটি জেপিজি ফরমেটে পি-1 লিখে সেভ করুন নতুন ফোল্ডারে। 2নং ফ্রেমের শুধু টেক্সট কালাটি পরিবর্তন করুন সবুজ কালারে এটাও জেপিজিতে সেভ করুন পি-2 নামে। 3নং ফ্রেমে টেক্সট কালার গোলাপী দিন সেভ করুন একই ফরমেটে। ব্যাস ফ্রেম তৈরীর কাজ শেষ।

ফ্রেম-1

ফ্রেম-2

ফ্রেম-৩

সেটিং -যাদের ইউলিড জিআইএফ এনিমেটর সফট ওয়্যারটি নাই তারা এই http://www.walidstudio.blogspot.com লিঙ্ক থেকে ডা্উনলোড করে নিবেন।

ইউলিডের সেটিং আমি আগের পর্বে দেখিয়েছি। নিচের রেজাল্ট দেখনু

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanku 🙂