ফটোশপে মজা [পর্ব-২০] :: আপনার পছন্দের জায়গায় বসিয়ে দিন যে কোন ছবিকে।

ফটোশপে মজা

শুভকামনা নিয়ে আজকের ২০তম টিউন এর বয়ান শুরু করছি। সবাই কেমন আছেন আশা করি ভালো আছে। আজকে যে টিউনটি করব তা হলো পেষ্ট ইন টু নিয়ে দেখাব কিভাবে একটি ছবিকে আপনার মনের মত স্থানে বসানো যায়। কথা না বাড়িয়ে চলুন কাজে নেমে পরি।

--------------------------------------------------------------------------------------------------------------------------------- -

--------------------------------------------- পেষ্ট ইন টু ----------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন। যে কোন ডিজাইনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন করুন। চিত্রে আমি লাল চিহ্নিত স্থানে ছবি বসাব তাই এর ভিতর সিলেকশন করে নিতে হবে। এটা যেহতু এক কালারের ব্যাকগ্রাউন্ড তাই ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে সহজেই সিলেকশন করা যাবে। ম্যাজিক ওয়ান্ড টুল টি সিলেক্ট করুন সাদা অংশে ক্লিক করুন সিলেক্টশন তৈরী হবে।

ধাপ-২ এবার যে ছবিটি আপনার পছন্দের জায়গায় বসাতে চান সে ছবিটি ওপেন করুন। টুলস বক্স হতে রেক্টএ্যাংগেল টুলটি সিলেক্ট করে ছবিটি সিলেক্ট করুন এবার কন্ট্রোল+সি = কপি করুন।

ধাপ-৩ এবার যেখানে ছবিটি বসাবেন সে ইমেজে যান সিলেক্শন থাকব্থায় এডিট মেনুতে যান পেষ্ট ইন টু অপশন আছে তাতে ক্লিক করুন। দেখুন আপনার ছবিটি সিলেক্শনের ভিতর পেষ্ট হয়েছে। এবার কী বোর্ড হতে কন্ট্রোল + টি চাপুন ট্রান্সফর্ম এরিয়া পাবেন ছবিটি ভালো ভাবে সাইজ করে বসিয়ে দিন, একটু লক্ষ করেন আপনি যে সিলেকশন তৈরী করেছে এর ভিতর ছবিটি থাকবে বাইরে যাবে না।

নিচের চিত্রটি দেখেন কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice….

খুব সুন্দর হয়েছে।