আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা বিভিন্ন পত্র-পত্রিকা বা ব্লগ/ওয়েব সাইটে কিছু ছবি দেখতে পাই যে ছবির কিছু অংশ সাদা কালো আর কিছু অংশ রঙ্গিন, আমি প্রথমে মনে করে ছিলাম এটা অনেক কঠিন কাজ পরে নিজে নিজেই ট্রাই করে দেখলাম এত সহজ কাজ আর হয় নাকি,
তা চিন্তা করলাম আমি জানলে তো হবে না আমার টেকটিউনসের বন্ধুরা তো জানতে হবে, সে আশায় আজকের টিউন করা, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
প্রথমে ফটোশপ চালু করুন...
এবার Menubar থেকে File> Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি নিন...
এবার Layer প্যালেটের উপর রাইট বাটন ক্লিক করে Duplicate লেয়ার এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Ctrl+J চাপ দিন তাহলে ছবির এইটি লেয়ার তৈরি হবে। নিচে দেখুন।
এবার আমাদের Duplicate লেয়ার কে সাদাকালো করতে হলে Image> Adjustments>
Desaturate ক্লিক করুন।
তাহলে আমাদের ছবিটা সাদা কালো পরিণত হবে নিচের মত করে।
এবার লেয়ার প্যালেটের নিচে Add Layer Mask এ ক্লিক করুন নিচের মত করে।
এবার টুলবারের Foreground Color কালো এবং Backrground Color সাদা সিলেক্ট করুন তারপর ব্রাশ টুল সিলেক্ট করুন, নিচের মত করে।
এবার নিজের ইচ্ছামত ব্রাশ সাইজ বাড়িয়ে নিন তারপর ছবির যেটুকু রঙ্গিন করতে চান সেটুকু মাউস দিয়ে ঘষুন আমার মত করে।
ফাইনাল আউটফুট দেখতে হলে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
খুব ভাল লেগেছে, ধন্যবাদ ভাই, ভাল থাকুন।