ফটোশপে মজা [পর্ব-১৬] :: শিখে নিন কালার ব্যালেন্সের কাজ, ছবি থেকে দুর করুন লাল, হলুদ ভাব।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি আজকে ফটোশপে মজা শিরোনামে ১৬তম ছোট্ট একটি টিউন শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের বিষয় লাল, হলদে ভাব ছবি কে কি ভাবে ঠিক করা যায় তা নিয়ে, যারা জানেন না তাদের জন্য। চলুন কাজটি করে ফেলি।

ধাপ-১ ফটোশপ প্রোগ্রামটি চালু করুন। আপনার কাঙ্খিত ছবি টি ওপেন করুন।

ধাপ-২ কী বোর্ড হতে কন্ট্রোল+বি চাপুন কালার ব্যালেন্স নামে একটি উইনডো পাবেন চিত্রের মত এখন আপনি প্রিভিউ দেখে দেখে ছবি টি লাল, হলুদ ভাব এডজাস্ট করুন। এখানে সবার উপরে যে স্লাইডারটি আছে সেটার বাম দিক চেইন কালার, ডান দিকে যেটা আছে সেটা রেড কালার, নিচের চিত্রে দেখেন আমি উপরের স্লাইডারটি বাম দিকে একেবারে কোনায় নিয়ে আসছি মানে হলো ছবিটিতে লাল কালার বেশি হওয়ার কারনে আর যদি লাল কম হতে তাহলে ডান দিকে নিয়ে যেতাম। এবার যদি মনে করেন হলুদ বেশি হয়েছে তাহলে আপনি সবার নিচের স্লাইডারটি ডানে ব্লুর দিকে নিয়ে যান। কাজটি লিখে বুঝানো সম্ভব না। শুধু আমি বুঝালাম কিভাবে লাল হলুদ দুর করা যায়। আর মনে রাখবেন ছবি যে অংশ  কালার এডজাস্ট করবে সেই অংশটুকু সিলেক্ট করে ফেদার 10 দিয়ে নিবেন এতে আপনার কাজটি নিখুত হবে ছবি কোন অংশে কালার পরিবর্তন হবে না।

ধাপ-৩ এ দেখুন তফাত আগে এবং পরের ছবিটির। সবাইকে ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.