আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে ছবি কে সুন্দর করে গড়ে তুলি , আজ আমরা দেখব কিভাবে ছবিকে ডিজাইন করতে হয় তার নিয়ম তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
নিচের নিয়ম গুলো ভালো করে খেয়াল করুন...
প্রথমে ফটোশপ চালু করুন...
এবার Menubar থেকে File> New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন...
এইবার টুলবার থেকে Brush Tool সিলেক্ট করুন এবং যে কোন একটি কালার সিলেক্ট করুন নিচের মত করে।
এখন কি-বোর্ড থেকে F5 বাটন চাপুন,অথবা ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় উপরে কোনায় ব্রাশ বাটন এ ক্লিক করুন। নিচে খেয়াল করুন।
এবার এখান থেকে যে কোন একটি ব্রাশ সিলেক্ট করুন এবং পছন্তমত যে কোন একটি রং সিলেক্ট করুন।
এইবার আমার দেখানো মত আঁকুন।
এবার Menubar থেকে File> Open কমান্ড দিয়ে যে কোন মাপের একটি ছবি নিন, আমি আমার ছবি নিলাম।
এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে আমাদের তৈরি করা ডিজাইনের উপর ছেড়ে দিন।।
ডিজাইন শেষে মেনুবার থেকে File> Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন।
(এভাবে আপনারা কাজ করুন, দেখবেন আমার থেকেও অনেক সুন্দর কাজ করতে পারবেন।)
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই এই সব খুব পারি , , যদি পারেন ফটোসপ CS6 er 3D tool , option and appplying proccess এর টিউটোড়িয়াল লেখেন । ধন্যবাদ