ফটোশপে মজা [পর্ব-১১] :: জড় ম্যাগনিফাই গ্লাসকে কাজের উপযোগী করুন।

ফটোশপে মজা

সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ফটোশপে মজা শিরোনামে ১১তম পর্বের টিউনটি শুরু করছি। সবাই কেমন আছেন আশা করি ভালো না কারন দেশের যে পরিস্থিতি তাতে কি ভালো থাকা যায়। যাক ওসব কথা দোয়া করি আল্লাহ যেন আমাদের রহমত করেন। আজকে যে কাজটি দেখাব তা হলো ইমেজের মধ্যে থাকা একটি ম্যাগনিফাই গ্লাস কে কাজের উপযোগী করে তোলব আসলে এটা মজা করার জিনিস তবুও শেখার আছে কিছু।

ধাপ-১ প্রথমে ফটোশপ চালু করুন আপনার সংগ্রহে না থাকলে গুগলল ইমেজ থেকে ম্যাগনিফাই গ্লাসের একটি ইমেজ ডাউনলোড করুন ফটোশপে ওপেন করে এর ব্যাকগ্রাউন্ড মুছে দিন। এবার একটি ডকুমেন্ট নিন যে কোন সাইজের যে কোন ব্যাকগ্রাউন্ড যুক্ত করুন। টেক্সট টুলস দিয়ে যে কোন কিছু যেমন আমি লিখেছি অ আ ই ....... 2নং ম্যাগনিফাই গ্লাসকে 1নং এর উপর ছারুন।

ধাপ-২ নিচের চিত্রের মত করে বসান। কিছু বুঝতে পারছেন গ্লাসের নিচে কিছুই দেখা যায় না এটাই দেখাব।

ধাপ-৩ টুলস বক্স হতে ইলিপস বা রাউন্ড সিলেশন টুল টি সিলেক্ট করে এর ফেদার 0 থাকবে। চিত্রের মত নিখুত ভাবে গ্লাসটি সিলেক্ট করুন

ধাপ-৪ এ  সিলেকশন হলে কী বোর্ড হতে কন্ট্রোল+এক্স চাপুন মানে কাট করুন এবার কন্ট্রোল+ভি মানে পেষ্ট করুন নিচের চিত্র দেখুন।

ধাপ-৫ এর মত গ্লাস টিকে ফ্রেমের উপর নিখুত ভাবে বসান নিচের চিত্রের মত।

ধাপ-৬ এ গ্লাসের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্লেট থেকে এর অপাসিটি 46 এবং ফিল অপাসিটি 67 করে দেন চিত্রে দেখুন পরিবর্তন হয়েছে কি না নিচের অক্ষরগুলো কি দেখা যায়।

ধাপ-৭ এ লেয়ার প্লেটে যান এখানে গ্লাস এবং ফ্রেমের লেয়ারটি লিং করে দিন তাহলে দুটো এক সাথে যুক্ত হয়ে যাবে।

এবার ইচ্ছে মত ম্যাগনিফাই গ্লাস টি কে নাড়াচাড়া করুন মজা পাবেন।

সামনে আরো টিউন করুব দোয়া করবেন। আজকে এখানেই। ও আপনাদের মধ্যে যারা ইলাস্ট্রেটর শিখছেন তাদের জন্যে আমি গ্রাফিক্সের মজা নিন ইলাস্ট্রেটরে শিরোনামে ১০ তম চেইন টিউন করেছি এবং চালিয়ে যাব আশা রাখি আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল হইসে! ধন্যবাদ!!

সুন্দর হয়েছে (আরো সুন্দর হইত ছবির গুলোর অ আ ই ঈ উ বর্ণ গুলোর কালার হইত একেকটা একেক ধরনের)

    Level 0

    @হোছাইন আহম্মদ: ভাই করা যেত কিন্তু দ্রুত করার কারনে সময় পাই নাই। সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ।

Wow!awsome creation! 😉

Level 0

@Iron maiden: ধন্যবাদ

Level 0

এত সহজ। আসলে ক্রিয়েটিভিটি থাকলে অনেক কিছু করা যায়। আর অসাধারণ এই কাজটি শেখানোর জন্য অনেক ধন্যবাদ।

আপনার ম্যাগনিফ্লাইং গ্লাস কাজ তো করছে না …