ফটোশপে মজা [পর্ব-১০] :: উইনডোজ লোগোর উপর ডিজাইন বসান, অবশ্যই কাজে লাগবে।

ফটোশপে মজা

কাজের ব্যস্তায় ২ দিন পর আবার আপনাদের মাঝে টিউন নিয়ে হাজির হলাম। ফটোশপে মজা শিরোনামের ৯তম টিউনটি করার পর আজ ১০তম টিউনটি করুব ইনশাআল্লাহ। আজ কে যে টিউনটি করব তা হলো উইনডোজ লোগোর উপর নকশা তৈরী করা। আশা রাখি আপনাদের কাজে লাগবে। টিউন করলাম কিন্তু কারো উপকার হলো না বা কোন শিক্ষানীয় জিনিস নাই যে শেখা যায় এধরনের টিউন না করাই ভালো। আজকে আমি যে টিউনটি শেয়ার করব আপনারাই বলবেন কি শিখতে পেরেছেন কোন কিছু তৈরী করে টিউন করা মুখ্য উদ্দেশ্য নয় বরং এই কাজ থেকে কিছু নিয়ম কানুন শেখাটাই মূল উদ্দেশ্য। আপনি আমার কাজ দেখবেন না, দেখবেন আমার কমান্ডগুলো এবং এই কমান্ড ব্যবহার করে আপনি অনেক কাজ আয়ত্ব করতে পারবেন। এবার চলুন কাজে আসি, প্রথমে ফটোশপ চালু করুন, যে কোন সাইজের একটি ডকুমেন্ট নিন, ব্যাকগ্রাউন্ড যুক্ত করুন। এবার ব্যাকগ্রাউন্ড বিহীন উইনডোজ লোগোটি ওপেন করুন চিত্রের মত 2নং কে 1নং এ টেনে আনুন।

ধাপ-১

ধাপ-২ এ মত করে বসান।

ধাপ-৩ এ যে ডিজাইন ইমেজটি দিয়ে লোগোর উপর নকশা করবেন সে ইমেজটি ওপেন করুন এবং 2নং কে 1নং এর উপর টেনে নিন।

ধাপ-৪ এর মত সেট করুন।

ধাপ-৫ এর কাজগুলো লক্ষ রাখবেন এবং ব্রেন্টে সেভ রাখবেন। আপনি চিত্রে লেয়ার প্লেটে দেখেন তিনটি লেয়ার আছে এর মধ্যে ব্যাকগ্রাউন্ড হলো সবার নিচে মাঝ খানে লোগোর লেয়ার উপরে ডিজাইন ইমেজ লেয়ার। আপনি কী বোর্ড হতে কন্ট্রোল কী চেপে লোগো লেয়ার এর উপর মাউস দিযে ক্লিক করুন দেখেন লোগোটি সিলেক্ট হয়েছে এবার কী বোর্ড হতে সিফট+কন্ট্রো+আই চাপুন ইনবার্স সিলেকশন হবে। এখন আপনি ডিজাইন লেয়ারটি সিলেক্ট করুন চিত্রের মত কী বোর্ড হতে ডিলিট কী চাপুন নিচের মত পাবেন।

ধাপ-৬ এর মত

ধাপ-৭ এ লেয়ার প্লেটে যান লেয়ার অপশনে দেখেন লেয়ার মুড নরমাল আছে আপনি এর উপর ক্লিক করে ওভারলী সেট করে দিন। অপাসিটি 80 এবং ফিল আপাসিটি 80 করুন দেখেন আপনার লোগোটির কোন পরিবর্তন পান কিনা।

দেখুন কেমন হলো আপনার করা লোগোটি আশা করি বুঝতে অসুবিধা হবে না। সকলে ভালো থাকুন কাল আবার একটি টিউন নিয়ে হাজির হবো।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো ।

প্লাস দিলাম।

অনেক সুন্দর হয়েছে

Window লোগোটার background যদি হালকা নীল দিতেন তো আরো ভালো হত। 😎