ফটোশপ এর যাদু [পর্ব-২৯] :: এবার আপনি নিজে নিজেই ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা এবং উজ্জ্বল করুন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ বিকালে আমার এক ফেইসবুক বন্ধু মেসেজ এবং কল দিয়ে বলল হোছাইন ভাই ফটোশপে কিভাবে ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা এবং উজ্জ্বল করা যায় তার নিয়ম।
এভাবে এই বন্ধু কেন অনেকে আছেন এই কাজটি জানেন না, এবার সবাই জানবেন নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।

তাহলে চলুন Photo Shope এর মাধ্যেমে এই টিপস টি শিখে নিই।

প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি ওপেন করুন নিচে আমি একটি ছবি নিলাম। আপনারা যে কোন ছবি নিতে পারেন।

এবার লেয়ার প্যালেটে ওপেন করা ছবির উপর রাইট বাটনে ক্লিক করে Duplicate Layer লেয়ারে ক্লিক করুন অথবা কী-বোর্ড থেকে Ctrl +J চাপুন। তাহলে নতুন একটা লেয়ার তৈরি হবে।

এবার মেনুবার থেকে Filter > Blur >> Gaussian Blur ক্লিক করুন তাহলে একটি বক্স আসবে এখন Radius বক্স এ স্লাইডার টেনে সংখ্যা সেট করে দিন।সবশেষ OK করুন।

এবার আমাদের নতুন তৈরি করা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার প্যালেটের নিচে Add Layer Mask এ ক্লিক করুন তাহলে লেয়ারে মাস্ক টি যোগ হবে । না পারলে নিচে দেখুন...

এবার টুল্বারের Foreground কালার কালো করে নিন আর Background কালার সাদা করে নিন। এরপর Brush টুল সিলেক্ট করুন ।নিজের মত ব্রাশ এর সাইজ ঠিক করে নিন। তারপর ব্রাশ দিয়ে যে অংশটুকু স্পষ্ট করতে চান, সে অংশটুক্স ঘষুন । দেখবেন ঐ অংশটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে।নিচে দেখুন।

এভাবে আপনার যেটুকু প্রয়োজন, সেই অংশটুকু পরিষ্কার করে নিন Brush টুল দিয়ে।

ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।আমাকে একটু হেল্প করেন… যে কোন ছবিকে একটি নিদিষ্ট ফ্রেমে ফিট করার নিয়মটা জানতে চাই।ফ্রেম আছে, শুধু বিভিন্ন সাইজের ছবিকে ঐ ফ্রেমে সঠিকভাবে এড করার টিউটরিয়াল টা বললে হবে

    @dipu number 2: কিভাবে ছবিকে ফ্রেমে সংযুক্ত করা যায় এই নিয়ে আমি একটি টিউন অর্ধেক করে ফেলেছি বাকীটা পরিপূর্ণ করে টেকটিউন্সে দিব ২/৩ দিন পর।
    ( সাথে থাকুন)

এই কাজটাকে Focal Blur করা বলে! এই টিউনটা আমার অনেক দরকার ছিল! আপনাকে অনেক ধন্যবাদ হোসাইন ভাই 😀

Level 0

NICE POST

ধন্যবাদ

হোছাইন আহম্মদ @ আপনার ব্লগে একটা পোস্ট দেখছিলাম কম্পিউটার ব্যবহারের জন্য অনেক গুলো শর্টকাট কী,কিন্তু এখন পাচ্ছি না,,,,!!!খুব দরকার, প্লিজ একটু ডাইরেক্ট লিংকটা দিন আমার ইমেলে [email protected]

অপূর্ব 😀 😉

শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল লাগল Layer Mask ব্যাপারটা আগে জানতাম না।

Level 0

আমি একজন ডিজাইনার, কিন্তু টিউন করার মত সময় হয় না, আপনি চালিযে যান……..

    @tutul6610: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য ( দোয়া করবেন আর সাথে থাকুন) ইনশাআল্লাহ চালিয়ে যাব। আর আপনি সময় পেলে আমাদের কিছু টিউন উপহার দিবেন ডিজানের ব্যাপারে।

Level 0

খুব ভালো একটা টিপস । আমি এটা অনেক দিন যাবত খুজতেছিলাম । ধন্যবাদ আপনাকে

ওস্তাদ। আপনার টিউন গুলা সেইরাম হয়। আমিতো দিওয়ানা মাস্তানা 😀

ধন্যবাদ ভাই। এখন চেষ্টা করে দেখি পারি কিনা। 🙂