আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে নিজে নিজেই নিজের ছবিতে/কাষ্টমারের ছবিতে কোট পড়ানো যায় তার নিয়ম ,
তাহলে চলুন ফটোশপের আপনি আপনার কোট লাগিয়ে নিন ।
নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে ফটোশপ চালু করুন...
এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে টাই/আপনার একটি ছবি ওপেন করুন নিচে আমি আমার ছবি এবং একটি কোট নিলাম। আপনারা যে কোন ছবি/কোট নিতে পারেন।
এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে ছবির প্রয়োজনীয় অংশ পার্থ করুন, নিচের মত করে।
Path হবার পর কি-বোর্ড থেকে Ctrl+Enter দিন তাহলে ছবিটা সিলেকশন হবে। সিলেকশন হবার পর টুলবার থেকে Move Tool সিলেক্ট করে কোটের উপর ছেড়ে দিন নিচের মত করে।
এবার কি বোর্ড থেকে Ctrl+T চেপে ছবিকে ছোট-বড় করে সমান ভাবে বসিয়ে নিন।
পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে।
ভালো লাগলে কমান্ড জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
kobi sondor