ফটোশপে মজা [পর্ব-৭] :: Contact Sheet II এর কাজ দেখুন। সময় বাচাঁন কাজের গতি বাড়ান

ফটোশপে মজা

তো টিউনার ভাইযেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। টেকটিউনসে ঘন্টা পর পর নতুন নতুন আপডেট টিউন দেখা এবং টিউন পোষ্ট করতে করতে আম কুড়ানোর সময় পাওয়া যায় না,  কি আর করবেন টেকটিউনসে নতুন নতুন টিউনগুলো কুড়াতে থাকেন খেতে না পারলেও মাথার মধ্যে থাকা জ্ঞানের পেটত ভরবে। আজকে আমি যে টিপসটি শেয়ার করব তা হলো ফটোশপের একটি ফিচার Contact Sheet II নিয়ে।

এর সফল কি? আছে দরুন আপনি একটি পেইজে 30 জনের ছবি নাম সহ বসাতে চান, এই 30 জনের ছবি বসাতে গেলে যেমন আপনার অনেক পরিশ্রম হবে তেমনি সময় সাপেক্ষ। আপনি চাইলে ফটোশপে এই কাজটি কয়েকটি সেটিং বসিয়ে দ্রুত করতে পারেন। কি ভাবে করব? হ্যা, প্রথমে আপনার কাজটি হলো যে ছবিগুলো পেইজে এড করতে চান সেই ছবিগুলোর রিনেইম করুন অর্থ্যাৎ যার নাম যেটা, লিখুন একটি ফোল্ডারে সংরক্ষন করুন। কাজটি পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যাবে। অন্যান্য সাইজেও করা যাবে।

ধাপ-১ কমান্ড মত যান-

ধাপ-২ যে উইনডোটি পেলেন চিত্রের মত সেটিং দিন। তারপরও আমি বলছি-1 নং এ দেখেন সোর্স ইমেজ, এখানে ইউস এ ফোল্ডার থাকবে, ব্রাউস করুন মানে আপনার ছবি ফোল্ডারটি দেখিয়ে দিন। 2নং চিত্রে ডুকমেন্ট- ইউনিটে ইঞ্চি রাখুন, ওয়াইড-4, হাইড-6 মানে 4R, কালার মুড-RGB, এবার থাম্ব্নেইল এ- কলাম-5, রো-6 চিত্রে আমি ভুল দিয়েছি রেজুলেশন-300, কলাম রো মিলে 30 হলো অর্থ্যাৎ 30 জন। আপনার ফোল্ডারে যদি 30 জনের বেশি ছবি থাকে তাহলে কোন সমস্যা নাই নতুন ডকুমেন্টে এড হবে অটোমেটিক। আর 100 জনের ছবি একটি ডকুমেন্টে এড করতে চাইলে A4 Size নিন মাপ-    Width-8.268, Height-11.693 দিন, কলাম-10, রো-10 ব্যাস হয়ে যাবে। সব শেষে ওকে চাপুন কাজ শুরু হয়ে যাবে অপেক্ষা করুন।

ধাপ-৩ এ নিচের চিত্রের মত পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ … আগে জানা ছিল না।

Level 0

খুব ভালো চালিয়ে জান। 😀 (y)

Level 0

oshadharon…hoise

Level 0

সাবইকে অসংখ্য ধন্যবাদ