আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে নিজের ছবিকে পানিতে/ফুলের মধ্যে দেওয়া তার নিয়ম,
তাহলে চলুন কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা এ ধরনের ইমেজ তৈরী করতে পারি।
নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।
প্রথমে ফটোশপ চালু করুন...
এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে কোন মাপের দুটি ছবি ওপেন করুন নিচে আমি দুটি নিলাম, আপনার কাজ করতে চাইলে এখান থেকে ছবিটা ডাউনলোড করতে পারেন।
এবার টুলবার থেকে Eliptlical Marquee Tool টুল সিলেক্ট ছবির উপর নিচের মত আকুন।।
তারপর ছবি সিলেকশন হবার পর Keybord থেকে Ctrl+Alt চেপে ধরে D দিতে হবে। তাহলে নিচের মত একটা বক্স আসবে।
এবার Feather Radius বক্স এ ১৫ ফেদার দিয়ে Ok করুন।
তারপর টুলবার থেকে Move Tool সিলেক্ট করে ছবিটাকে টেনে যে ছবির উপর দিতে চান সে ছবির উপর ছেড়ে দিন। নিচে আমার টা দেখুন ।।
এবার নিজের মত করে আপনার ছবিকে ছোট বড় করে সঠিক জায়গায় বসান।
পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে।
*একই নিয়মে আমার নিজে কাজটা করা ফুলের ভিতের ...
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ ভাই আপনাকে, কিন্তু আমার একটা কথা সেটা হল আপনার কাছে কম মেগাবাইটের সুন্দর সুন্দর ফ্রেম হবে তাহলে সেটা আপলোড করে দিবেন।