ফটোশপ এর যাদু [পর্ব-২৬] :: এবার আপনি নিজে নিজেই আপনার ব্লগ সাইট/টিভির এ্যাড তৈরি করুন (ফটোশপে ডিজাইন করে)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি

আজকাল টিভিতে / বিভিন্ন ব্লগে সাইটে আমরা প্রায়ই বিভিন্ন এ্যাড দেখে থাকি, এই এ্যাড গুলো কিভাবে তৈরি করে আজ আমরা শিখব,

তাহলে চলুন কিভাবে ফটোশপ ব্যবহার করে আমরা এ ধরনের এ্যাড তৈরী করতে পারি।

নিচের নিয়ম গুলো অনুসরণ করুন ভালো করে।

প্রথমে ফটোশপ চালু করুন...

এবার মেনুবার থেকে File > New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন।

নিচে আমি একটি নিলাম আপনারা যে কোন মাপের নিতে পারেন।

তাহলে নিচের মত একটি সাদা পেজ ওপেন হবে। এবার আমরা সাদা পেজকে কালো কালার দ্বারা ভরাট/ ফিল করব সেজন্য টুলবার থেকে Paint Bucket Tool সিলেক্ট করে। সাদা পেইজের উপর একটি ক্লিক করলে সাদা পেইজে কালো কালার এয় পরিপূর্ণ হবে।

এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে নিচের দেখানো মতন কাজ করুন...

এখন Keybord থেকে Ctrl চেপে ধরে Enter কী চাপ দিন তাহলে উপরের পাথ করা কালো জায়গা সিলেকশন হবে।

এবার সিলেকশন অংশটুকু যে কোন কালার দিয়ে ফিল করুন নিচে আমি লাল কালার দিয়ে ফিল করলাম আপনারা যে কোন কালার দিয়ে ফিল করতে পারেন।

এবার লাল অংশটুকুতে কম্পিউটার অথবা মোবাইলের কিছু ছবি সংযুক্ত আপনার নিজের মত করে। ( যে বিষয়ের এড তৈরি করবেন সে বিষয়ের ছবি) 

এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে নিজের মত কিছু লেখা লিখুন, এবং  নিজের মত ডিজাইন করুন, আমি কিছু লেখা লিখলাম এবং কিছু ডিজাইন করলাম নিচে দেখুন।।

পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে।

এই রকম আরো কিছু আমার ডিজাইন করা এড দেখতে চাইলে আমার ব্লগ সাইটা ঘুরে দেখতে পারেন।

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apnar kas theke onek kichu sekhar ase.

    @Kh ফয়সাল: দোয়া করবেন আপনাদের মাঝে আরো কিছু ভালো টিউন উপহার দিতে পারি (ধন্যবাদ সুন্দর মন্তব্যার জন্য)

Level 0

টিউনটা পরিপূর্ণ বুঝতে পারলাম না। লেখার এনিমেশন কিভাবে দিলেন সেটা তো লিখলেন না। বা কোন ফরমেটে পিকচারটা সেভ করবো সেটাতো লিখলেন না। জানালে খুশি হতাম। [email protected]

    @hasandipu: আপাতত JPG ফরম্যাটে সেভ করুন ।
    আর কিভাবে এনিমেশন তৈরি করতে হয় এবং ব্লগ সাইটে দিতে হয় সে বিষয়ে সময় পেলে টিউন করব ইনশাআল্লাহ।
    (ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য)

Level 0

Thanks For Your Post
My Blog
http://moviedownload24free.blogspot.com/