ছবির নির্দিষ্ট অংশ কে high-light করুণ Adobe photoshop দিয়ে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

দামি ক্যামেরা দিয়ে ছবি তুললে , সহজেই ছবির নির্দিষ্ট অংশ কে হাই লাইট বা focus করা যায়। কিন্তু নরমাল বা ডিজিটাল মোবাইল ক্যামেরায় ছবি তোলার সময় এই সুবিধা পাওয়া যায় না। ফলে সম্পূর্ণ ছবি একই থাকে। কিন্তু আপনার যদি নির্দিষ্ট অংশ কে হাই লাইট করার দরকার হয় তাহলে কি করবেন। Adobe photoshop থাকতে চিন্তার কোন কারন আছে বলে মনে হয় না। তাহলে চলুন আজকে দেখি কিভাবে Adobe photoshop দিয়ে ছবির নির্দিষ্ট অংশ কে high-light বা focus করা যায়।
প্রথমে যে ছবিতে কাজ করতে চান সেটা ওপেন করুন । --- file ---> open--- > আপনার কাংক্ষিত ছবি সিলেক্ট করুন। আমি আমার ছবিটা নিলাম।

এখন tools থেকে polygonal lasso tool সিলেক্ট করুন। নিচে দেখুন

তারপর যে অংশ হাইলাইট করতে চান সে অংশ সিলেক্ট করুন. সিলেক্ট করা ভুল হলে কি বোর্ড থেকে Delete কি চাপেন

সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।

এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 5 দিন ok নিচে দেখুন

আবার উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর inverse এ ক্লিক করুন ।

এখন ছবিটি বাইরের দিকে সিলেক্ট হবে। নিচের চিত্রের মত।

এখন মেনুবার এর filter--> blur---> gaussian blur এ ক্লিক করুন, নিচে দেখুন

তারপরে একটা উইন্ডো আসবে এখানে আপনার পছন্দ মত Radius ঠিক করে নিয়ে ok দিন।

ফাইনালি আমার ছবিটা এরকম হয়েছে। আপনার টা আরও সুন্দর হবে আশা করি।

টিউনটি ভালো লাগলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল।

চালিয়ে যান।

Level 0

নুতন কিছু শিখলাম । ধন্যবাদ

Level 0

good post, vai background change korar post den.

অনেক সুন্দর টিউন আপনার থেকে আরো ভালো টিউন চাই (চালিয়ে যান)

অনেক সুন্দর টিউন আপনার থেকে আরো ভালো টিউন চাই (চালিয়ে যান)

Level 0

Kodin theke khujchilam. Khub kaje lagbe. Bhnnobad Tuner janno.

ফটোস্কেপ দিয়ে কিভাবে করে?(ফটোশপ শেখা অন্তত আমার দ্বারা হবে না)

    @Iron maiden: কি যে বলেন ফটোশপ মত সোজা আর কোন সফটওয়ার আছে না কি! (চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও পারবেন)

      @হোছাইন আহম্মদ:আপনাদের মত অভিজ্ঞদের কাছে অবশ্যই এডোব ফটোশপ সহজ।আমাদের মত আনাড়িদের কাছে নয়।

        @Iron maiden: আসলে ভাই ফটোশপ মত সোজা আর কোন সফটওয়ার আছে কি না আমিও যানই না। ইনশাআল্লাহ আপনিও চেষ্টা করেন পারবেন

ভাই আমিতো আপনার টিউনের ফিদা হয়ে গেলাম। আরও বেশী বেশী টিউন চাই।
ভাই আমিতো আপনার টিউনের ফিদা হয়ে গেলাম। আরও বেশী বেশী টিউন চাই।
ভাই আমিতো আপনার টিউনের ফিদা হয়ে গেলাম। আরও বেশী বেশী টিউন চাই।
ভাই আমিতো আপনার টিউনের ফিদা হয়ে গেলাম। আরও বেশী বেশী টিউন চাই।
ভাই আমিতো আপনার টিউনের ফিদা হয়ে গেলাম। আরও বেশী বেশী টিউন চাই।

    @মোঃ আবুল কালাম আজাদ: @মোঃ আবুল কালাম আজাদ:techtunes সাথে থাকুন

Awesome!