ফটোশপ এর যাদু [পর্ব-২৪] :: এবার আপনি নিজে নিজেই ফটোশপে তৈরি করুন অসাধারন ডিজাইন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপে  ডিজাইন করতে হয় তার নিয়ম...
তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব...

প্রথমে ফটোশপ ওপেন করুন......

তারপর Menu বার থেকে File>New তে ক্লিক করুন, তাহলে New একটা ডায়ালগ বক্স আসবে নিচের মত মান বসিয়ে OK করুন... (সুবিধামত সাইজ ও নিতে পারেন)

এবার টুলবার থেকে Rectangular Marquee Tool সিলেক্ট করুন ...

এবার Rectangular Marquee Tool টুল দ্বারা ক্যানভাস-এর উপর একটা চতুভুজ আকুন এবং টুলবার থেকে Gradient Tool সিলেক্ট করে নিচের দেখানো মত কালার দিন।

তারপর টুলবার থেকে Type Tool সিলেক্ট করে নিচের লেখা লিখুন এবং ইচ্ছামত কালার দিন... নিচের ছবির মত করে...

আবার টুলবার থেকে Rectangular Marquee Tool টুল দ্বারা ক্যানভাস-এর উপর একটা চতুভুজ আকুন, যে কোন কালার দিয়ে ফিল করুন আর টুলবার থেকে Type Tool সিলেক্ট করে ইংরেজীতে http://www.techtunes.io লিখুন নিচে আমার দেখানোর মত...

এবার লেয়ার প্যালেট থেকে Gradient দেওয়া বক্সটা সিলেক্ট করে লেয়ার উপর মাউসের রাইট বাটন চাপলে একটা পপআপ একটা বক্স আসবে এখান থেকে Blending Opitons –এ ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে এখান থেকে নিচের মত মান বসিয়ে Ok করুন...

উপরের নিয়ম অনুসারে কাজ করার ফলে আমাদের ডিজাইন দেখতে নিচের মত হবে...

পরিশেষে File>Save AS ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন...

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

simple but nice…well-done.

সুন্দর হয়িছে। Mediaarchive

Level 2

so simple But awesome.

ধৈর্য নিয়ে সব গুলো পড়লাম। খুব ভাল লেগেচগে। ধন্যবাদ আপনাকে।

ভাই এই মহৎ কাজের জন্য ধন্যবাদ দিয়ে আপাকে ছোট করতে চাইনা !

সাধারণ কাজ কিন্তু অসাধারণ ফলাফল…