ফটোশপ এর যাদু [পর্ব-২২] :: এবার আপনি নিজে নিজেই ফটোশপে তৈরী করুন রংচংয়ে লেখা

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব ফটোশপে কিভাবে রংচংয়ে লেখা তৈরী করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক......
প্রথমে ফটোশপ চালু করুন...
তারপর  Menu বার থেকে File>New তে ক্লিক করুন, তাহলে New একটা ডায়ালগ বক্স আসবে নিচের মত মান বসিয়ে OK করুন... (সুবিধামত সাইজ ও নিতে পারেন)

এবার টুলবার থেকে কালো রং নির্বাচন করে কিবোর্ডে Alt + BackSpace চাপুন অথবা মেনুবার থেকে Edit>Fill ক্লিক করুন তারপর একটা ডায়ালগ বক্স আসবে, নিচের দেখানো মত ক্লিক করে OK করুন...

তাহলে আমাদের সাদা পেজটা কালো রং দ্বারা ভরাট হবে, নিচে দেখুন...

এখন টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে কিছু লেখুন। (প্রযুক্তির সুরে) নিচে দেখুন...

Keybord থেকে CTRL কী চেপে ধরে লেয়ার এর লেখার উপর ক্লিক করুন তাহলে লেখা সিলেকশন হবে নিচের মত...

এখন আবার টুলবার থেকে Brush Tool সিলেক্ট করে লেখার উপর একটি ক্লিক করুন তাহলে নিচে মত একটি বক্স আসলে Ok করুন...

এবার নিজের ইচ্ছামত কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে লেখার উপর কালার দিন। নিচের মত...

লেখার সিলেকশন বাদ দিতে হলে মেনুবার থেকে Select>Deselect ক্লিক করুন তাহলে লেখার সিলেকশন বাদ হয়ে যাবে।

পরিশেষে File>Save AS ক্লিক করে যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন...

ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনটা সুন্দর কিন্তু আপনার কাছ থেকে আরো ভালোকিছু আশা করি।

    @seeam: ধন্যবাদ মন্তব্যর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আরো ভালো টিউন সকলের মাঝে শেয়ার করার জন্য ।

Tune korar jonno thanks. Vi photoshop cs 5 er bangla tutorial pdf or video file ace?

    @Emrul islam: ধন্যবাদ মন্তব্য করার জন্য আর আমার কাছে আপাতত photoshop cs 5 এর বাংলা pdf নেই।

    Level 0

    @Emrul islam: Lynd.com, Total training থেকে প্রচুর জিনিস পাবেন।

ধন্যবাদ এমন টিউনস খুঁজতে ছিলাম । আমার সেটআপ করা ফটোশপে বাংলা সাপোর্ট করছে না কি করবো ?

    @MD. RUBEL AHMED: আনসি (Ansi) এর মাধ্যমে বাংলা লিখতে পারেন।এজন্য অভ্র ইনস্টল করতে পারেন।

ok muta muti valo tune

ভাল ভাল খুভ ভাল০ম চালিয়ে জান

সুন্দর টিউন… কাজে লাগবে…