السلام عليكم আসসালামু আলাইকুম। খুব সহজে ১০ সওয়াব এর মালিক হলাম, আপানি ও হতে পারেন তবে ৫ সওয়াব মালিক, কিভাবে? সালাম এর উত্তর দিয়ে। আশা করি সবাই ভাল আছেন।এটা আমার ৩য় পোস্ট ।আজ আমি আপনাদের সাথে ছবি এডিট করার সফটওয়্যার শেয়ার করব। আশা করি আপনাদের কাজে আসবে।
চলুন পরিচিত হই সফটওয়্যার টির সাথে
পরিচয় :-
নাম =My Fantasy Maker 5
কাজ =picture edit
প্রজন্ম =5.0
দাম = 8.85 mb(internet prize)
১) প্রথমে আপনি সেটআপ করে নিন।তারপর crack ফাইলটি (MyFantasyMaker.exe ) কপি করে C ড্রাইভে প্রোগ্রাম ফাইলে MyFantasyMaker ফোল্ডারে ক্লিক করে ওখানে পেস্ট করুন, ব্যাস হয়ে গেল ফুল ভার্সন।
২) My Templates ক্লিক করুন
৩) Import এ ক্লিক করে যে ছবি মুখমণ্ডল চেঞ্জ করতে চান তা নির্বাচিত করুন।
৪) My Faces এ ক্লিক করুন।
৫) Import এ ক্লিক করে যে মুখমণ্ডলটি আপনার পছন্দ তা নির্বাচিত করুন।
৬) My Fantasy তে ক্লিক করলে এমন পাবেন।
৭) এবার এডিট করার পালা চলুন দেখে নেয়ে যাক কিভাবে এডিট করবেন, কারসার দিয়ে টেনে নিয়ে যান ফেস টি ফেসের উপর
১. Move Resize দিয়ে ফেসটিকে আপনি বাঁকা, সোজা বা উল্টিয়ে নিতে পারেন, যেমনটি দরকার ঠিক তেমন করে সেট করে নিন।
২. বিভিন্ন টুলবার আছে, আপনি কালার পরিবর্তন সহ অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারেন, কালার দিতে পারেন, যতক্ষণ মনের মত করতে পারেননি এডজাস্ট করে নিন।
৩. মুখ মণ্ডলটির লাইট, উজ্জলতা, কালার ঠিক করে নিন।
৪. সবশেষে মনের মত হলে Save এ ক্লিক করে কোথায় ছবিটি রাখবেন দেখিয়ে দিয়ে Save করুন।
দেখুন নিচের ছবি দুইটি একটি এডিট করার আগে এবং অপরটি এডিট করার পরের ছবি
(এডিট করার আগের ছবি)
(এডিট করার পরের ছবি)
আমি রাজি।<-(ক্লিক করুন) আমি রাজি না
[ও আর একটি কথা এই সফটওয়্যার নিয়ে আগে টিটি তে টিউন হয়েছে কিনা তা আমি জানি না , হয় থাকলে আমকে ক্ষমা করবেন, ইচ্ছা হলেও করবেন, না হলেও করবেন 😆 ]
আমার ফেসবুক পেজ- ক্লিক করুন
আমার ওয়েবসাইট- ক্লিক করুন
🙂 আর কিছু লেখার নাই, তাই আজ এই পর্যন্তই । সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ-
আমি Dark shadow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এত কিছু করার থেকে ফটোশপ শেখা ভাল নয় কিনা?