আজকে আমি আপনাদের Photoshop-এর texture এর আশ্চর্য জগৎে নিয়ে যাবো।যারা Photoshop use করেন অনেকেই জানেননা,Photoshop 100+ texture ডিফল্ট ভাবে থাকে।এর মাধ্যমে আপনি নিচের মত effect সহজেই দিতে পারেন।
1st step: প্রথমে ctrl+n চেপে নতুন একটা ছবি নেন।text tool-দিয়ে আপনার ইচছামত লিখেন। আমি excess নামে font use করছি।আপনারা পছন্দ মত করেন।
2nd step: এবার আপনার text layer-এর পাশে ফাকা জায়গায় double click করে layer style আনুন। নতুনরা না পারলে চিন্তা নাই।Layer>Layer style>Drop shadow-তে যান,কাজ শেষ।এবার নিচের ছবি দেখে কাজ করেন।
এবার new style বাটনে click করে খুশিমত name দিয়া OK করেন।
3rd step: সুন্দর একটা Background পাইতে gradient tool দিয়ে ইচ্ছামত gradient দেন।এবার Filter>Texture>Texturaize-যান OK করেন।কাজ শেষ।
stay tune with me.......
আমি seeam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Good,Go Ahead.