ফটোশপ এর যাদু [পর্ব-২০] :: এবার আপনি নিজে নিজেই আপনার মুখের দাড়ি আর মোচ দিন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোশপ দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা যায়,

এবার কাজের কথা আসি আজ আমরা শিখব কিভাবে ফটোশপে নিজে নিজেই নিজের মুখের দাড়ি আর মোচ দেওয়া যায় তার নিয়ম,
তাহলে চলুন শুরু করা যাক, আজকের পূর্ব

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

এবার Menubar থেকে File> Open কমান্ড দিয়ে যে কোন একটা ছবি ওপেন করুন, সাথে মোচ আর দাড়ি আলাদা ভাবে।
নিচে আমি একটা ছবি, মোচ আর দাড়ি ওপেন করলাম, আপনারা কাজ করতে চাইলে এখান থেকে মোচ আর দাড়ি ডাউনলোড করতে পারেন।

এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে মোচ আর দাড়ি ছবির উপর ছেড়ে দিন। নিচে দেখুন...

তারপর মোচ অথবা দাড়ি সিলেক্ট করে মেনুবার থেকে Edit>Free Transform ক্লিক করে মোচ আর দাড়ি কে ছোট বড় করে সুন্দর করে বসান নিচে দেখুন আমি কি সুন্দর করে কাজ করেছি আপনিও চেষ্টা করুন পারবেন।

এখন আবার টুলবার থেকে Smudge Tool সিলেক্ট করে মোচ আর দাড়ি উপর মাউস দিয়ে আস্তে আস্তে টান দিন, এ কাজটা করব যেন অন্য জায়গা থেকে মোচ আর দাড়ি এনেছি তা বুঝা না যাওয়ার জন্য। নিচে দেখুন কিভাবে করতে হয়...

সাধারণত আমাদের দাড়ি আর মোচ কালো হয় সেজন্য একটু কালো কালার বাড়াতে হলে নিচের নিয়মটা অনুসরণ করুন।

তাহলে উপরের নিয়ম অনুসারে কাজ করার ফলে ছবিটা দেখতে এই রকম

মাশাআল্লাহ দাড়ি রাখার কারনে কত সুন্দর লাগছে,
পরিশেষে মেনুবার থেকে File> Save As > ক্লিক করে যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট করতে ভূলবেন না, আর কেউ খারাপ মন্তব্য করবেন না, আজ এই পর্যন্ত।
আল্লা হাফেজ

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাই বুঝতে পারছি না। 🙂

Level 0

রাজাকার দের ফাঁসি চাই

ভাই আপনাকে একজন তাল শিক্ষক বলা যায় ।

Level 2

হোছাইন আহম্মদ@ dari ta thikmoto manasse na (amar nijossho motamot). R kono darir template nai, tobe kaj onek valo lagse. Ami photoshop valo e jani, kintu apnar chain tune theke onek notun jinish shiksi jeta aage jantam na. onek donnbad photoshop er upor chain tune korar jonno. ashakori eta chaile jaben. Future a Illustrator er upor chain tune korar issa ase ki? Korle onek khushi hobo. 🙂

Bora borarer motoi joss

Level New

অদ্ভুত সুন্দর।

আপনাদের জন্য আরো কিছু সুন্দর সুন্দর গোফ, যার যার লাগবে ডাউনলোড করে নিন- https://www.dropbox.com/s/3sbrq8fvzyqbjw9/Gof.rar?m
হোছাইন আহম্মদ ভাই আপনার সবগুলো টিউন আমার কা্ছে অসাধারন মনে হয়েছে, ধন্যবাদ ভাই।

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ ভাই…

আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সকল পোষ্ট গুলো খুব কাজের

Level 0

দারুন হইছে । আপনার সকল পোষ্ট গুলো খুব সুন্দর। টিউন এর জন্য ধন্যবাদ।

awesome,thnx

ভাই আপনি ফটোসপের কোন ভার্সন বেবহার করেন ? জানালে ভালো হত …। ধন্যবাদ

Level 0

চরম চরম চরম হইছে। চালিয়ে যান। আর অন্য সবার জন্য বলি টেকটিউন্স প্রিযুক্তিপ্রেমিদের সবচেয়ে পছন্দের ব্লগার, এই খানে কেউ রাজণীতি করবেন না। রাজাকারের ফাসি চাইলে সাহাবাগে যান@SPECIAL

Level 0

ভাই আপনার মডেলের নাম অন্তু না????