ফটোশপে অ্যাডভান্স সিলেকশন এর সাহায্যে করি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন।

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, বহুদিন পর এলাম আমার প্রথম ফটোশপ টিউটোরিয়াল নিয়ে, আশা সবার ভাল লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

আজকে আমি দেখাব কিভাবে অ্যাডভান্স সিলেকশন এর সাহায্যে একটি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়।

আমরা আজ এই বিড়ালটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমরা প্রথমে ইমেজটি ফটোশপে ওপেন করি।

এরপর Silect menu থেকে color range

এখন sampled color সিলেক্ট করে

Fuzziness 60-70 এর মধ্যে রেখে

color picker টি নিয়ে বিড়ালটির বাইরের কালার সিলেক্ট করি।

একাধিক কালার সিলেক্টের জন্য Shift Key চেপে রাখি।

এবার Click করি OK।

তাহলে আমরা আমাদের ইমেজে এই রকম একটি Selection দেখতে পাব।

এখন Select থেকে Inverse

এখন আমাদের selection টি হবে এই রকম

এইবার add layer mask বাটনে click করি (লাল তীর চিহ্নিত button)

এখন click করি Mask Edge

এখন

Radius 250px,

Smooth 20-25,

Feather 2.5-3.0,

Contrast 10%-12%,

Shift Edge +9%

দিয়ে  Decontaminate Colors  এর (সবুজ তীর চিহ্নিত)     Box এ টিক চিহ্ন দিয়ে       Amount দিই 40%-50%

এখন       Refine Radius Tool    দিয়ে বিড়ালটির     Edge বরাবর     Brush করি।

Brush      করা শেষ হলে      Output   to   new   layer   with   layer   mask টি Select করে Click করি Ok

এখন নতুন একটি    Layer নিই    Create  a   new   layer   Button   এ   click করে।

New layer টি কে Drag করে নিচে নিয়ে আসি।

 

 এবং আমাদের ইচ্ছামত যেকোনো  color দিয়ে fill করি

Final Image

Looking Good?

আগামিতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে ইচ্ছে আছে যদি আপনাদের সাড়া পাই।

ততদিন পর্যন্ত ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি নিয়ামুল কাবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Commercial Retoucher


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

keep tuning .

    Level 0

    @Diptta: ধন্যবাদ ভাই। ইচ্ছা আছে চালিয়ে যাবার।

    Level 0

    @Diptta: Thank You.

Besh valo. But purota clear na. color picker টি নিয়ে বিড়ালটির বাইরের কালার সিলেক্ট করি।
একাধিক কালার সিলেক্টের জন্য Shift Key চেপে রাখি। Kivabe color picker niye kon tool diye select korbo?
Please.

    Level 0

    @Parvez_desh: ভাই Color Range Box টি আসলেই color Picker Tool টি Active থাকে।

Level 0

Boss , Hurry Up

NICE TUNE BUT BIG SCREEN SHOT ARE NOT CLEAR

    Level 0

    @AMJAD MISBA: Sorry Bro. আমি প্রথমেই বলেছি এটা আমার প্রথম টিউন। তাই আমিও বুঝতে পারিনি SCREENSHOT গুলো এমন হবে।

Level 0

অনেক অনেক সুন্দর হয়েছে।

Level 0

Thanks You.

Very very thank brother.

চালিয়ে যান ,আপনাকে দিয়ে হবে ।

Level New

Boss ! thanks for a nice tutorial. I would be grateful if you show us removing complex background of a picture . ..

    Level 0

    ভাই আপনার চাহিদা হয়ত আজই পূরণ হবে

Level 0

দারুন হয়েছে চালিয়ে জান, তবে ফটো গুলতেই মার্ক করে দিলে ভালো হবে আর ফটো গুলো একটু বড় দিলে ভালো হবে।
এভাবে ফটো শপ এর অনেকটা শিখেছি, এখন টুকটাক কাজগুলো নিজেই করি। তাই আপনাদের সাহায্য দরকার। চালিয়ে জান ভাই। ধন্যবাদ।

Level 0

ভাইয়া আপনার sunglass এর মত টিউন টিও চমক মারতেছে। :p সুন্দর টিউন

Level 0

Good Tune

দেখি চেষ্টা করে ধন্যবাদ

thanks bro.. fatafati tune..

ভাইয়া মন থেকে বলতাসি আমার অনেক উপকার হইসে>> একটা logo design করতাসিলাম but background change করতে পারছিলাম না 😛 ( নতুন মাত্র শিখতাসি ) … অন্তর থেকে ধন্যবাদ