হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, বহুদিন পর এলাম আমার প্রথম ফটোশপ টিউটোরিয়াল নিয়ে, আশা সবার ভাল লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আজকে আমি দেখাব কিভাবে অ্যাডভান্স সিলেকশন এর সাহায্যে একটি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়।
আমরা আজ এই বিড়ালটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমরা প্রথমে ইমেজটি ফটোশপে ওপেন করি।
এরপর Silect menu থেকে color range
এখন sampled color সিলেক্ট করে
Fuzziness 60-70 এর মধ্যে রেখে
color picker টি নিয়ে বিড়ালটির বাইরের কালার সিলেক্ট করি।
একাধিক কালার সিলেক্টের জন্য Shift Key চেপে রাখি।
এবার Click করি OK।
তাহলে আমরা আমাদের ইমেজে এই রকম একটি Selection দেখতে পাব।
এখন Select থেকে Inverse
এখন আমাদের selection টি হবে এই রকম
এইবার add layer mask বাটনে click করি (লাল তীর চিহ্নিত button)
এখন click করি Mask Edge
এখন
Radius 250px,
Smooth 20-25,
Feather 2.5-3.0,
Contrast 10%-12%,
Shift Edge +9%
দিয়ে Decontaminate Colors এর (সবুজ তীর চিহ্নিত) Box এ টিক চিহ্ন দিয়ে Amount দিই 40%-50%।
এখন Refine Radius Tool দিয়ে বিড়ালটির Edge বরাবর Brush করি।
Brush করা শেষ হলে Output to new layer with layer mask টি Select করে Click করি Ok।
এখন নতুন একটি Layer নিই Create a new layer Button এ click করে।
New layer টি কে Drag করে নিচে নিয়ে আসি।
এবং আমাদের ইচ্ছামত যেকোনো color দিয়ে fill করি
Final Image
Looking Good?
আগামিতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে ইচ্ছে আছে যদি আপনাদের সাড়া পাই।
ততদিন পর্যন্ত ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি নিয়ামুল কাবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Commercial Retoucher
keep tuning .