ফটোশপ এর যাদু [পর্ব-১৮] :: এবার আপনি নিজে নিজেই বৃষ্টি তৈরী করুন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাটার সময় হঠ্যাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় আর ভিজে যায় আমাদের পুরো শরীর । বিশেষ করে ছোট-ছেলে মেয়েরা বৃষ্টি দেখলে অনেক খুশি হয় এবং  বৃষ্টি তে নামতে চায় আর আমাদের ভিজতে মন চায় বৃষ্টিতে, অনেক সময় বেশী বৃষ্টিতে ভিজার কারনে ক্ষতির কারণ হতে পারে, তাই বৃষ্টিতে কম ভিজতে চেষ্টা করবেন। কিন্তু আপনি চাইলে এই বৃষ্টি তৈরী করতে পারবেন ফটোসপ দিয়ে। নিচের ধাপগুলো অনুসরণ করে,
আপনারা কাজ করতে চাইলে এখান থেকে ছোট মেয়ের ছবিটা ডাউনলোড করতে পারেন।

তাহলে চলুন শুরু করা যাক...।

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর File > Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি খুলুন। আমি একটি ছোট মেয়ের ছবি ওপেন করলাম, আপনারা যে কোন ছবি আনতে পারেন।

এবার লেয়ার প্যালেট থেকে নিচের দেখানো আইকনে ক্লিক করুন তাহলে নতুন একটি লেয়ার তৈরি হবে।

তারপর নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মেনুবার থেকে Filter>Render>Clouds এ ক্লিক করুন তাহলে আমাদের উপরে ছবিটা কালো মেঘ দ্বারা ভরাট হবে, নিচে দেখুন।

এখব আবার মেনুবার থেকে Filter>Noise>Add Noise ক্লিক করলে একটা বক্স আসবে নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...

তারপর পূনরায় আবার Filter>Blur>Motion Blur ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে, নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন...

তাহলে ছবিটি দেখতে নিচের ছবির মত হবে।

এখন লেয়ার প্যালেট থেকে Normal এর পরিবর্তে Screen সিলেক্ট করুন...
নিচের ছবির মত...।

আবার লেয়ার প্যালেট থেকে Opacity ১০০ এর পরিবর্তে ৭৯ লিখুন অথবা স্লাইডার টেনে ৭৯ করে দিন। নিচে দেখুন...

এবার দেখুন বৃষ্টি দেখে ছোট মেয়েটি কত খুশি, এবার উপরের নিয়ম অনুসারে আপনিও তৈরি করুন বৃষ্টি।

পরিশেষে মেনুবার থেকে File> Save As > ক্লি করে যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
**** উপরের নিয়ম অনুসারে আপনারা বৃষ্টিতে সারাদিন ভিজেন আপনার কোন জ্বর উঠনে না আমি ১০০% নিশ্চিত।***** ফটোশপ দিয়ে মূলত বেশির ভাগই মজার কাজ হয় তাই আবারো সকলের সাথে একটু মজা করলাম।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

rain er poriman komano jaina ?

    @Diptta: Layer প্যালেট থেকে Opacity কমালে বৃষ্টির পরিমাণ কমবে।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য

কয়েকদিন আগেই তো,বৃষ্টির ইফেক্ট নিয়ে একটি টিউন করেছিলেন!!!
সুতরাং,একি জিনিস আবারো কেন???

    @সাইকেলের পাইলট™: আগের টিউন-এ বিস্তারিত বলা হয়নি আজকের টিউনটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক কমান্ড চেঞ্জ করা হয়েছে ।
    ধন্যবাদ মন্তব্য করার জন্য

sundor tune carry on .

অসম পোস্ট ।

ভাইয়া অনেক ভালো লাগলো আপনার টিউনৃটি। আশা করি আরো ভালো এ রকম টিউন দিবেন। তবে ছবিটা ডাউনলোড করতে পারছি না। ধন্যবাদ……

Level 0

ধন্যবাদ টিউনকরার জন্য।আরো টিউন চাই।

অসমশালা (AWSSSSSSSOM)

thanks

ভালো লাগলো।

ভাই, আমি আমার একটা ছবিতে চেস্টা করলাম , কিন্তু আপনার ছবির মতো বৃষ্টির ফোটা গুলা লম্বা হচ্ছে না। আমার ছবিতে একটু ছোটো ফোটা হয়ে যাচ্ছে ? কেনো বলতে পারেন । আপনি কি noise>add noise> এ ৩৩০% দিয়েছেন ? লেখাটা বুযা যাচ্ছে না।

Level 2

good tune……..

kobi kobi kobi sondor

ধন্যবাদ ভাইজান ।

ধন্চবাদ

ভাই কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব,,, আগে ফটোশপ এর ক-খ জানতাম না,,, আর এখন বুঝি ফটোশপ কাকে বলে,,, আল্লাহ আপনাকে ভাল রাখুক,,,আমিন,