আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমরা শিখব কিভাবে নিজের ছবির মধ্যে বৃষ্টির ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম তাহলে শুরু করা যাক আজকের পর্ব,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
তারপর File > Open কমান্ড দিয়ে আপনার যে কোন একটি ছবি খুলুন। আমি আমার ছবি আনলাম আপনারা যে কোন ছবি আনতে পারেন।
এবার লেয়ার প্যালেট থেকে নতুন একটা ফাঁকা লেয়ার নিতে হলে নিচের দেখানো আইকনে ক্লিক করুন......।
এবার টুলবার থেকে Foreground Color কালো সিলেক্ট করে কী-বোড থেকে Alt + Backspace চাপুন...তাহলে আমাদের নতুন তৈরি করা লেয়ারটি কালো রং দ্বারা ডেকে যাবে। নিচে দেখুন......
এখন কালো রং এর লেয়ার select করে । Filter> Effect > Noise > Add Noise গিয়ে নিচের ছবির এর মত মান বসিয়ে OK করুন।
আবার Filter> Blur > Motion Blur গিয়ে নিচের ছবির এর মত মান বসিয়ে OK করুন।
এবার লেয়ার মোড থেকে Screen সিলেক্ট করুন নিচে দেখুন...
দেখুন উপরের নিয়ম অনুসারে কাজ করার ফলে আমার ছবির মধ্যে কি সুন্দর একটা বৃষ্টির ইফেক্ট পড়েছে...
এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক সুন্দর হইছে [email protected]