ফটোশপ এর যাদু [পর্ব-১৪] :: আপনার টাক মাথা আজই ঢেকে ফেলুন টুপি দিয়ে

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। আজ আমারা শিখব কিভাবে এডোবি ফটোশপ দিয়ে টাক মাথায় টুপি দেওয়া যায়, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।


তারপর File > Open কমান্ড দিয়ে যে ছবির টাক মাথায় টুপি দিতে চান সেটি খুলুন। আমি একটা টাক মাথা ছবি ও একটি টুপি আনলাম আপনারা যে কোন ছবি আনতে পারেন। আপনারা কাজ করতে চাইলে

এখান থেকে টুপি আর টাক মাথা ছবি ডাউনলোড করতে পারেন।

এবার টুলবার থেকে Move Tool সিলেক্ট করে টুপিটা কে টেনে ছবির উপর ছেড়ে দিন। নিচে দেখুন......

এবার কী-বোড থেকে Ctrl + T চাপ দিলে টুপি সিলেক্ট হবে এবার ইচ্ছামত টুপিকে ছোট-বড় করে টাক-মাথায় বসান।

নিচে আমি কি সুন্দর ভাবে করেছি...দেখুন

ব্যাস ঢেকে গেল টাক মাথা টুপি দিয়ে...

মাশাআল্লাহ এখন কি সুন্দর লাগছে।

এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবে না…আজ এই পর্যন্ত *
ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চুল ওয়ালা মাথা টাক করব কিভাবে