ফটোশপ এর যাদু [পর্ব-১৩] :: এবার আপনি নিজে নিজেই ছবির মধ্যেই দিন শ্যাডো

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা শিখব কিভাবে নিজের ছবির মধ্যে শ্যাডোইফেক্ট দেওয়া যায় তার নিয়ম, তাহলে শুরু করা যাক আজকের পর্ব,

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর File > Open কমান্ড দিয়ে আপনার যে কোন একটি ছবি খুলুন। আমি একটা ছবি আনলাম আপনারা যে কোন ছবি আনতে পারেন।

এবার Pen Tool দ্বারা ছবি পাথ করতে হবে (পাথ বিভিন্নভাবে করা যায় কিন্তু Pen Tool দ্বারা ছবি পাথ করলে ছবি নিখুত ভাবে কাটা যাবে) সেজন্য আমরা Pen Tool ব্যবহার করব। আর একটা কথা ছবি পাথ করার আগে ছবি জুম-ইন করে নিতে হবে। নিচে দেখুন আমি কি সুন্দর Pen Tool দ্বারা ছবি পাথ করেছি।

ছবি পাথ হওয়ার পর ছবির উপর রাইট বাটন ক্লিক করে Make Selection ক্লিক করলে একটা বক্স আসে কোন কিছু পরিবর্তন না করে OK ক্লিক করতে হবে তাহলে ছবি সিলেকশন হবে। অথবা এত ঝামেলা না করে Keybord থেকে Ctrl + Enter দিলে হবে।

নিচে ছবিটার মতন সিলেকশন হবে...

এখন সিলেশন করা ছবিটা নতুন পেজে নিতে হলে Ctrl+N কমান্ড দিন। তাহলে একটা বক্স আসবে এখানে আপনার ইচ্ছামত মাপ দিয়ে OK করুন।
এবার Move Tool সিলেক্ট করে ছবিকে টেনে নতুন পেজে ছেড়ে দিতে হবে।
নিচে দেখুন......

এবার লেয়ার প্যালেট থেকে ছবির উপর রাইট বাটন ক্লিক করে Blending Options –এ
ক্লিক করুন...

তাহলে একটা ডায়ালগ বক্স আসবে এবার Drop Shadow এর বক্স টিক চিহ্ন দিন নিচের ছবির মত করে মান দিন।

তাহলে নিচের মত ছবিতে শ্যাডো/ছায়া পড়বে...।

এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবে না…আজ এই পর্যন্ত *
ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ameen,,,, onek sundor tune

ধন্যবাদ @ Md Mehedi Hasan Nayon @ এনামুল ইসলাম মন্তব্য করা জন্য ।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    @টেকটিউনস: ধন্যবাদ জানাই টেকটিউনস কে ধন্যবাদ জানাই টেকটিউনস পরিবারকে ।
    চেইন টিউনে আমার নামের ট্যাগটা পছন্দ হইছে।
    ইনশাআল্লাহ চেষ্টা করবো ধারাবাহিক ভাবে শেষ করার।

Level 0

ধন্যবাদ হোছাইন আহম্মদ।
ধারাবাহিকভাবে লিখবেন আশা করছি ।

ধন্যবাদ @ Naiba ইনশাআল্লাহ চেষ্টা করবো ধারাবাহিক ভাবে শেষ করার।

পেন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করা যায় সেটা জানতাম না। এখন জানলাম…. ধন্যবাদ

vai onek kisu siklam .apnake onek donnobad asa korsi apnar post niomito vabe pabo.

ভাই pen tool ইউজ করলে তো ছবি টা কাল হয়ে যায়, কি করব?

Level 0

নাইস টিউন………..

অসাধারণ হয়েছে ভাই…
🙂