ফটোশপ এর যাদু [পর্ব-১১] :: সফটওয়্যার ছাড়া এবার আপনি নিজে নিজেই আপনার ছবির কার্টুন তৈরী করুন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। আজ আমারা শিখব কিভাবে এডোবি ফটোশপ দিয়ে নিজের ছবির কার্টুন তৈরী করা যায়, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর File > Open কমান্ড দিয়ে যে ছবির কার্টুন তৈরী করতে চান সেটি খুলুন। আমি একটা ছবি আনলাম আপনারা যে কোন ছবি আনতে পারেন।

এবার মেনুবার থেকে Filter > Liquify কমান্ড দিন।

তাহলে নিচের মত একটা ডায়ালগ বক্স আসবে,

এবার Bloat টুল সিলেক্ট করুন, সেই সাথে ডান দিকে টুল অপশনে গিয়ে ব্রাশ সাইজটাও ঠিক করে নিন, আমি ব্রাশ সাইজ ৩০ ব্যবহার করেছি। ব্রাশ সাইজ একটু বড় নিলে ভালো ফলাফল পাওয়া যায়। ব্রাশ সাইজ ৪০-৫০ নিলে ভালো হবে। Bloat টুলের কাজ হলো  বড় করা।

এখন Bloat টুলটি সিলেক্ট করে চোখে ক্লিক করে drag করুন যতক্ষণ না আশানুরূপ ফলাফল না আসে।

এবারে একইভাবে Bloat টুল এর মত Plucker টুল সিলেক্ট করে নাকে ক্লিক করে drag করুন যতক্ষণ না আশানুরূপ ফলাফল না আসে। Plucker টুলের কাজ হলো সংকুচিত মানে চিকন করা।

এবার Twirl Clockwise টুলটি সিলেক্ট করে ঠোঁটের উপর হালকা drag করুন । Twirl Clockwise টুলের কাজ হলো বাঁকানো।

সবশেষে ok বাটনে ক্লিক করুন এবং File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…আর কেউ খারাপ মন্তব্য করবেন না।

আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি কারটুন হল নাকি?

Level 0

কি বলবো ভাই কিছু বুঝি না।

Level 0

kono kotha nai direct prio te nilum..
Acha vaia chobi ke ki amon banano jabe na ja dekhe jeno mone hoy kono monisir hate art kora?
Dhonnobad..

ভাই এটা কার্টুন হল কিভাবে? অনলাইনে সার্চ দিয়ে দেখুন কার্টুন কেমন।

ধন্যবাদ @ অনিক সরকার @ SahiD @ রুহুল আমিন ভাই মন্তব্য করার জন্য আর উপরের নিয়মে আপনারা কাজ করেন দেখুন কার্টুন হয় নাকি। আপনাদের নিজের ছবি নিয়ে কাজ করে দেখুন আপনি কি ছিলেন আর কাজ করার পর কি হল।

Level New

Dukkhito, Eta ke Face Bikrito kora bole. Cartoon onno jinish.

Level 0

এই কিউট বেবিটার চেহারার এ কি অবস্থা করলেন !

Level 0

dhurrrrr

আসলে আপনি মিয়া বলদ। এইটা কি কোন কার্টুন হয়ল। বলদ মানুষ এর মাতায় জুতা মারা উচিত

Level 2

অনেক অনেক ধন্যবাদ…

Level 0

vai apnare facebook group a onek miss kori… kotoi na binodon diten apni…. :p @হোছাইন আহম্মদ

learned new things. thank you