আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
ছবি সম্পাদনা, গ্রাফিক্স তৈরী ও নানা কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা শিখব কিভাবে এডোবি ফটোশপ দিয়ে নিজের ছবি নিজেই সুন্দর করা যায়, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
এবার যে ছবিটা সুন্দর করবেন সে ছবিটা ফটোশপে ওপেন করুন, আমি একটা ওপেন করলাম।
এখন টুলবার থেকে foreground কালার black এবং background কালার white নির্বাচন করুন,
এবার লেয়ার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Duplicate Layer ক্লিক করে একটা নতুন লেয়ার নিন নিচে দেখুন
নতুন লেয়ার টি সিলেক্ট থাকা অবস্থায় layer blend টি soft light নির্বাচন করুন।
এখন brush tool সিলেক্ট করুন।
তারপর ব্রাশ অপশন বার থেকে Soft Round 9 Pixcels এবং Opacity – 30 সিলেক্ট করুন......
এখন ছবিটির যে অংশ টুক darken করতে চান সেখানে ব্রাশ দ্বারা পেইন্ট করুন। দেখবেন পেইন্ট করা অংশ টুক darken হচ্ছে। অর্থ্যাৎ কালো হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে foreground কালার black এবং background কালার white থাকলে ছবির উপর পেইন্ট করলে ছবি darken হবে। নিচে দেখুন
আর foreground কালার white এবং background কালার black থাকলে ছবির উপর পেইন্ট করলে ছবি lighten হবে অর্থ্যাৎ উজ্জল হবে। নিচে দেখুন।
এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…আর কেউ খারাপ মন্তব্য করবেন না।
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
vaia je porbe apni kheloar hoechen setar link kindly diben?