আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমরা যারা ফটোশের কাজ তেমন বুঝি না তাদের মধ্যে অনেকেই চাই ছবি নিয়ে অনেক কিছু করতে বা অনেক সুন্দর একটি ডিজাইন করতে। তেমন একটি ডিজাইন হচ্ছে ছবিতে বিভিন্ন ধরনের পোষাক চেঞ্জ করা। আসলে যারা ফটোশপ ভালো বুঝে তাদের জন্য এটা করা কোন ব্যাপার না। কিন্তু আমার মত যারা কমবুঝি তাদের জন্য এটা বিশাল ব্যাপার।
তো আজ আমরা শিখব কিভাবে ফটোশপে এর সাহায্যে নিজের ছবিতে পুলিশের পোষাক পরানো যায়, তাহলে চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
এবার আপনি পুলিশের পোষাক এবং আপনার যে কোন একটি ছবি ওপেন করুন, এখানে আমি আমার ছবি ও পুলিশের পোষাক ওপেন করলাম। আপনি কাজ করতে চাইলে নিচের লিঙ্ক থেকে পুলিশের পোষাক টি ডাউনলোড করে নিন।
এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করুন...
এবার Pen Tool টুল দ্বারা যে ছবি পুলিশের পোষাকের উপর বসাতে চান সে ছবিটা পাথ করুন, পাথ করার আগে Pen Tool এর উপরে অপশন বার থেকে Path সিলেক্ট করে নিতে হবে, না পারলে নিচের ছবিটা দেখুন...
ছবি পাথ হওয়ার পর ছবির উপর রাইট বাটন ক্লিক করে Make Selection ক্লিক করলে একটা বক্স আসে কোন কিছু পরিবর্তন না করে OK ক্লিক করতে হবে তাহলে ছবি সিলেশন হবে। অথবা এত ঝামেলা না করে Keybord থেকে Ctrl + Enter দিলে হবে।
নিচে দেখুন...
এখন Move Tools এর সাহায্যে Ctrl চেপে ধরে পুলিশের পোষাকের উপর ছেড়ে দিন। অথবা Copy> Paste এর মাধ্যমে কাজটা করা যাবে।
এবার নিজের ইচ্ছামত Move Tools এর দ্বারা ছবিকে সুন্দর করে সাজিয়ে নিন...আমারটা দেখুন
টুলবার থেকে টাইপ সিলেক্ট করে নামের প্লেটের উপর আপনার নাম লিখুন আমি আমারটা লিখেছি।
এবার পছন্তমত যে কোন একটা ব্রাকগ্রাউন্ড নিয়ে সাজিয়ে নিন। নিচে আমারটা।
এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই আগে থেকে জানা ছিল। তারপরও নতুনদের কাজে লাগবে।
ভাই একটু ডিজাইন এর টিউন করলে ভাল হইত।
আপনার টিউনগুলি আমি প্রতিটাই পড়ি অনেক সুন্দর। ধন্যবাদ।