ফটোশপ এর যাদু [পর্ব-০৮] :: আপনার ছবিতে লাগিয়ে নিন পুলিশের পোষাক

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা যারা ফটোশের কাজ তেমন বুঝি না তাদের মধ্যে অনেকেই চাই ছবি নিয়ে অনেক কিছু করতে বা অনেক সুন্দর একটি ডিজাইন করতে। তেমন একটি ডিজাইন হচ্ছে ছবিতে বিভিন্ন ধরনের পোষাক চেঞ্জ করা। আসলে যারা ফটোশপ ভালো বুঝে তাদের জন্য এটা করা কোন ব্যাপার না। কিন্তু আমার মত যারা  কমবুঝি তাদের জন্য এটা বিশাল ব্যাপার।

তো আজ আমরা শিখব কিভাবে ফটোশপে এর সাহায্যে নিজের ছবিতে পুলিশের পোষাক পরানো যায়, তাহলে চলুন  শুরু করা যাক,

প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

এবার আপনি পুলিশের পোষাক এবং আপনার যে কোন একটি ছবি ওপেন করুন, এখানে আমি আমার ছবি ও পুলিশের পোষাক ওপেন করলাম। আপনি কাজ করতে চাইলে নিচের লিঙ্ক থেকে পুলিশের পোষাক টি ডাউনলোড করে নিন।

এবার টুলবার থেকে Pen Tool সিলেক্ট করুন...

এবার Pen Tool টুল দ্বারা যে ছবি পুলিশের পোষাকের উপর বসাতে চান সে ছবিটা পাথ করুন, পাথ করার আগে Pen Tool এর উপরে অপশন বার থেকে Path সিলেক্ট করে নিতে হবে, না পারলে নিচের ছবিটা দেখুন...

ছবি পাথ হওয়ার পর ছবির উপর রাইট বাটন ক্লিক করে Make Selection ক্লিক করলে একটা বক্স আসে কোন কিছু পরিবর্তন না করে OK ক্লিক করতে হবে তাহলে ছবি সিলেশন হবে। অথবা এত ঝামেলা না করে Keybord থেকে Ctrl + Enter দিলে হবে।

নিচে দেখুন...

এখন Move Tools এর সাহায্যে Ctrl চেপে ধরে পুলিশের পোষাকের উপর ছেড়ে দিন। অথবা Copy> Paste এর মাধ্যমে কাজটা করা যাবে।

এবার নিজের ইচ্ছামত Move Tools এর দ্বারা ছবিকে সুন্দর করে সাজিয়ে নিন...আমারটা দেখুন

টুলবার থেকে টাইপ সিলেক্ট করে নামের প্লেটের উপর আপনার নাম লিখুন আমি আমারটা লিখেছি।

এবার পছন্তমত যে কোন একটা ব্রাকগ্রাউন্ড নিয়ে সাজিয়ে নিন। নিচে আমারটা।

এবার File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

ডাউনলোড

ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আগে থেকে জানা ছিল। তারপরও নতুনদের কাজে লাগবে।
ভাই একটু ডিজাইন এর টিউন করলে ভাল হইত।
আপনার টিউনগুলি আমি প্রতিটাই পড়ি অনেক সুন্দর। ধন্যবাদ।

ধন্যবাদ @রায়হান হুসাইন আর সময় পেলে চেষ্টা করব ভালো ডিজাইন উপর একটি টিউন করার।

ভাইয়া, অনেক সুন্দর হচ্ছে! আপনি চালিয়ে যান এবং অসংখ্য ধন্যবাদ!!

ঐ মিয়া! আমি ভাবছিলাম আপনার প্রোফাইল পিক হাছা হাছা এহন দেহি পুরাই মিছা মিছা 😛
যাই হোক ভালা টিউন। 🙂

পুলিশের পোষাক পামু কই। তা তো ডানলোড লিংক দেন নাই । :p

ধন্যবাদ @ প্রীতম চক্রবর্তী @ সাইকেলের পাইলট™ মন্তব্য করার জন্য ।
@ তারেক ডিজিটাল নিচে পুলিশের পোষাক এর পি,এস,ডি ফাইল সহ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে , ডাউনলোড করে নিন।

Level 0

thanks, vhai path korar por photo select korte partesina please help me,apnar tune moto try koresi but select korte parsina ctrl+enter press koreo select korte parsina

Level 0

please vai background change korar niom bolun,ami background chang korte parina please help me

    @mayer dua: কিভাবে background চেঞ্জ করতে আমার আগের টিউনে করা আছে আর আপনি পাথ যখন করতে পেরেছেন background ও চেঞ্জ করতে পারবেন চেষ্টা করুন আর টিউনটা ভালো করে অনুসরণ করুন।

ভাই আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম … …

আমার মিষ্টিটা পাঠিয়ে দিয়েন @ Rafsan.zannat 🙂

    Level New

    @হোছাইন আহম্মদ: ভাই এই জিনিষটা যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে তার দায়ভার কি আপনি নিবেন । দেশ এমনিতেই বাটপাড়িতে ভরে গেছে , তার উপর আপনি এইগুলান শেয়ার করে বাটপারদের সহযোগিতা করেছেন । আমার জানামতে আপনার এই টিউনটা শাস্তিযোগ্য অপরাধ ।

      Level 0

      @আহত: ভাই টিউনটা মজা করার জন্য হোছাইন ভাই করেছেন।আহত ভাই আপনি কি মনে করেন যে বাটপা্ররা ফটোশপ এর এই ছোটখাটো কাজ পারে না।বাটপাররা এই সব কাজ ঠিকই পারে।যারা খারাপ মানুষ তারা খারাপ কাজ করবেই।TV কে তো খারাপ ভাল দুই ভাবেই ব্যবহার করা যায় তাই বলে যে TV বানাইছে তাকে দোষ দিবেন?তাই হোছাইন ভাই কে এই ভাবে বলা আপনার ঠিক হয়নাই।হোছাইন ভাই ফটোশপ এর উপর অনেক সুন্দর সুন্দর টিউন করেছেন।কিছু বলার আগে ভাল করে ভেবে তারপর বলবেন।

      @আহত: আসলে আমি কাজটা মজা করার জন্য করেছি কেউ খারাপ মন্তব্য করবেন না @Hit Regan সুন্দর মন্তব্য করেছেন।

Level 0

ধন্যবাদ হোছাইন ভাই সুন্দর টিউন এর জন্য।আরো ভাল ভাল টিউন চাই।

ধনবাদ সুন্দর টিউনটির জন্য

Level 0

vai, jamat-sibir hamla korte pare

PATH kivabe korbo , ektu Clear kore bolen plz

Picture ta set kivabe korbo , Path kore Move korlam but Police er dress kivabe ashbe ?

আপনার টিউনটি দেখলাম। যদি কিছু মনে না করেন তো একটি কথা বলি। বাংলাদেশ পুলিশ সহ যেকোন বাহীনির পোষাক বা তার অংশ পরিধান ফৌজদারী আইনে দন্ডনীয়। আপনি যদিও কোন অসৎ উদ্দেশ্যে এই ছবিটি ব্যবহার করছেন না তবুও আপনাকে অনুরোধ করবো সরকারী কোন বাহীনির ছবি ব্যবহার থেকে নিজে বিরত রাখতে। সেটি হয়তো আপনাকে অনাকাংখিত অনেক পরিস্থিতির হাত থেকে রক্ষা করবে। আশা করি অনুরোধটি রাখবেন। ধন্যবাদ

Level 0

jos….

downlod link ta change karan vay

অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আপনার পোষ্টগুলো PDF আকারে নিতে চাই। যাতে কাজ করার সময় সহজেই হাতের কাছে পাই। এজন্য কোন সফটওয়্যার আছে ?

Level 0

You are a boss of photoshop. These are very helpfull. Thank you brother!!!!!!!!!!!!!

ছবির পিছনে কি কালার দিলে ভাল হয়?