ফটোশপ এর যাদু [পর্ব-০৭] :: পুরানো ছবি থেকে নতুন ছবি

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমরা শিখব কিভাবে পুরানো ছবি থেকে নতুন ছবি করা যায় । চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।

তারপর যে কোন একটি পুরানো ছবি ফটোশপ দিয়ে Open করুন নিচে আমি একটা পুরানো ছবি আনলাম আপনারা যে কোন পুরানো ছবি আনতে পারেন।

উপরে ছবিটা ভালো করে দেখুন ছবির কিন্তু আসল ভাব টা হারিয়ে গেছে আমাদের আসল ভাব টা ফিরিয়ে আনতে হলে, মেনুবার থেকে Image> Adjustment > Auto Color ক্লিক করুন.

এখন আমাদের হারিয়ে যাওয়া কালার টা ফিরেয়ে আসবে Auto Color > করার দ্বারা নিচে দেখুন কি রকম হয়েছে। মনে হচ্ছে ছবিটা আজকের তোলা কিন্তু তা না।

এখন আমরা Backgrond থেকে ছবিটা আলাদা করব সেজন্য টুলবার থেকে Pen Tool সিলেক্ট করতে হবে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে Pen Tool অপশন বার থেকে Path অপশন  সিলেক্ট করতে হবে বুঝতে সমস্যা হলে নিচের ছবিটা দেখুন।

এবার ধীরে ধীরে আমাদেরকে ছবিটা পাথ করতে হবে, পাথ শেষ হওয়ার পর আমাদের কে Keybord থেকে Ctrl+Enter চাপ দিতে হবে তাহলে ছবিটা সিলেকশন হবে। নিচে দেখুন......

এখন সিলেকশন করা ছবি কে Copy করতে হলে Keybord থেকে Ctrl+C চাপ হবে তাহলে ছবিটা Copy হবে, তারপর Copy করা ছবিটা New Page এ নিতে হলে File> New > এবার ইচ্ছামত সাইজ দিয়ে Ok করুন।

আমাদের এখন Copy করা ছবিটা New Page এ আনতে হলে Keybord থেকে Ctrl+V চাপ দিলে ছবিটা New Page এ চলে আসবে নিচে দেখুন......

এবার নিজের ইচ্ছামত Backgrond চেঞ্জ করে Save করে রাখুন।

File> Save As > যে কোন একটা নাম দিয়ে Save করে রাখুন।

** ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত * ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

আপনার ফটোশপ আমার কাছে অনেক ভালো লাগছে ।যদিও আমি পারি না ।তবে এখন আশা করি পারব।আমাকে সাহায্য করবেন আশা করি।

Level 0

অনেক অজানা কাজ শিখতেছি। টিউনকরার জন্য ধন্যবাদ। আরো টিউন চাই।

Level 0

শুরুতেই pen tool path ব্যবহার না করে polygonal lasso tool ব্যবহার করলে নবীনদের বুঝতে আরও সুবিধা হবে ।
ধন্যবাদ …………..

Level 0

really thnks to you…….

Level 0

Backround ta change kmne krlen vai? o.O.