আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমরা শিখব কিভাবে কাঁচা আম থেকে পাকা আম তৈরি করা যায় । চলুন শুরু করা যাক,
প্রথমে আপনাকে ফটোশপ চালু করতে হবে।
আমরা যে কাঁচা আমটি কে পাকা বানাবো সে ছবিটি প্রথমে ফটোশপে আনতে হবে। নিচে দেখুন...
তারপর মেনুবার থেকে Image> Adjustment > Replace Color ক্লিক করুন তাহলে একটা ডায়ালগবক্স আসবে।
এবার নিচের ছবির মত মান বসিয়ে Ok করুন।
দেখুন ফাইনাল আউটপুট কি সুন্দর কাচা আম থেকে পাকা আম হয়ে গেছে।
বি দ্র এই আম কিন্তু খাওয়া যাবে না কেউ খাওয়ার চেষ্টা করবেন না। ফটোশপ দিয়ে অনেক মজার কাজ করার যায় তাই একটু মজা করলাম।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন। আল্লাহ হাফেজ...।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
সুন্দর !!! !!! !!!