ফটোশপ এর যাদু [পর্ব-০১] :: ফটোশপে নিজের ছবির রং পাল্টান খুব সহজেই

টিউন বিভাগ অ্যাডবি ফটোশপ
প্রকাশিত
জোসস করেছেন

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।

অনেক সময় আমাদের ছবিতে রং পরিবর্তন করতে হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখন যে পদ্মতির কথা আপনাদের বলব তাতে খুব সহজে ছবির নির্দিষ্ট অংশের রং পরিবর্তন করা যায়।

১. প্রথমে আপনার যে ছবিটির কালার পরিবর্তন করবেন ছবিটি নিয়ে আনুন ফটোশপে। আমি আমার ছবি নিলাম, আপনারা যে কোন ছবি নিতে পারেন।

২. এবার Layer palette এ নতুন একটা Layer তৈরী করতে Create a new Layer এ ক্লিক করুন।

৩. নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Layer palette থেকে উপরে Normal mode থেকে Hue করে দিন।

৪. এবার Brush tool (B) সিলেক্ট করে কালার বক্স থেকে পছন্দ অনুযায়ী ফোরগ্রাউন্ড কালার এবং ব্রাকগ্রাউন্ড কালার বেছে নিন।

৫. এবার মূল ছবির যে অংশের রং পরিবর্তন করতে চান নতুন লেয়ারের উপর ঠিক সেই অংশে ব্রাশ দিয়ে পেইন্ট করতে থাকুন। ব্রাশের সাইজ নিজের ইচ্ছা অনুযায়ী ছোট-বড় করে নিন।

৬. কোন অংশে অনাকাঙ্খিতভাবে ব্রাশ চলে গেলে তা দূর করতে Eraser tool (E) ব্যবহার করুন।

পরিশেষে সব কাজ ঠিকঠাক করে Save করে রাখুন।

ভুল হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

donnobad হোছাইন আহম্মদ vi, ami photoshop a motamoti kaj jani. kintu ei jinish ta aage jantam na. jananor jonno onek donnobad, ei ta amr onek kaje lagbe. 🙂

ধন্যবাদ@ farhadjoy ফটোশপের কাজের মজাই আলাদা

সুন্দর টিউন।
টিটি তে আর মানসম্মত টিউন আপনার কাছ থেকে আশা করছি….. 🙂

ধন্যবাদ @ সাইকেলের পাইলট™ দোয়া করবেন টিটিতে ভালো টিউন দিতে পারি

Level 0

thanks.ami kibave photo er background change korte parbo? please help me

ছবির background change করতে হলে প্রথমে আপনাকে ছবি কে প্রথমে Pen টুল দিয়ে কাটতে হবে তারপর একটা পেজ নিয়ে তাতে পেষ্ট করতে হবে এবার background কালার সিলেক্ট করে কী-বোড থেকে Ctrl + BackSpace দিতে হবে তাহলে ছবির background চেঞ্জ হয়ে যাবে। আর নিজে নিজে চেষ্টা করুন, ইনশাআল্লাহ পারবে ধন্যবাদ @ mayer dua

Level 0

prothome ‘magnetic lesso tool’ click kore nirdharito picture ti select korun. Then ‘ctrl + shift + I’ click korlei background select hoye jabe. pore ‘ctrl + backspace’ press krlei background colour onujayi background change hoye jabe.

Level 0

ওরে ভাই কি দেখাইলেন। জোস মজা পাইছি। এই কাজটা আগে কখনো দেখি নাই।

Level 0

ভাই………আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ ভাই

Level 0

You are simply genius Bro

bhai thaank u sooo much

cole jasc abar dekha hobe
ay lakha ta ki babe dete hoy
kon software ar kaj
ay niye kono tune asc ki na ???
na thakle upne akta tune koren

ভাই ফটোশপের কাজটা শেখা খুব জরুরী হয়ে পড়েছে। আপনার লিখাগুলো অনুস্বরণ করে দেখি। নিজের কাজটা করতে পারলেই চলবে। সাহায্য দরকার হলে কমেন্ট করবো উত্তরের আশাই।

Thank you very nice tunes.

ভাই অামার এই প্লাগইন টা দরকার একটু হেল্প করবেন।Imagenomic Noiseware Professional v4.2.05

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।