আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়া ভাল আছি।
অনেক সময় আমাদের ছবিতে রং পরিবর্তন করতে হয়। কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। এখন যে পদ্মতির কথা আপনাদের বলব তাতে খুব সহজে ছবির নির্দিষ্ট অংশের রং পরিবর্তন করা যায়।
১. প্রথমে আপনার যে ছবিটির কালার পরিবর্তন করবেন ছবিটি নিয়ে আনুন ফটোশপে। আমি আমার ছবি নিলাম, আপনারা যে কোন ছবি নিতে পারেন।
২. এবার Layer palette এ নতুন একটা Layer তৈরী করতে Create a new Layer এ ক্লিক করুন।
৩. নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Layer palette থেকে উপরে Normal mode থেকে Hue করে দিন।
৪. এবার Brush tool (B) সিলেক্ট করে কালার বক্স থেকে পছন্দ অনুযায়ী ফোরগ্রাউন্ড কালার এবং ব্রাকগ্রাউন্ড কালার বেছে নিন।
৫. এবার মূল ছবির যে অংশের রং পরিবর্তন করতে চান নতুন লেয়ারের উপর ঠিক সেই অংশে ব্রাশ দিয়ে পেইন্ট করতে থাকুন। ব্রাশের সাইজ নিজের ইচ্ছা অনুযায়ী ছোট-বড় করে নিন।
৬. কোন অংশে অনাকাঙ্খিতভাবে ব্রাশ চলে গেলে তা দূর করতে Eraser tool (E) ব্যবহার করুন।
পরিশেষে সব কাজ ঠিকঠাক করে Save করে রাখুন।
ভুল হলে ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
donnobad হোছাইন আহম্মদ vi, ami photoshop a motamoti kaj jani. kintu ei jinish ta aage jantam na. jananor jonno onek donnobad, ei ta amr onek kaje lagbe. 🙂