আমি জাহাঙ্গীর সরকার। এডবি ইলাস্ট্রেটর ফান্ডামেন্টালস চেইন টিউন এ সবাইকে স্বাগতম। নতুন হিসেবে এডবি ইলাস্ট্রেটর শেখার কথা ভাছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না কিংবা অনেক কঠিন মনে হচ্ছে? আজ থেকে আমার চেইন টিউন এর প্রত্যেকটি পর্ব অনুশীলন শুরু করুন। আশা করি খুব সহজে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আপনার ইলাস্ট্রেটর ভীতি কেটে যাবে।
বর্তমানে ফ্রিল্যান্সিং একটি সর্বজন স্বীকৃত আয়ের মাধ্যমে। কিন্তু কিভাবে শুরু করব এবং কি দিয়ে শুরু করব ফ্রিল্যান্সিং এ নিয়েই অনেকের মধ্যে রয়েছে দ্বিধা। এক্ষেত্রে আমার পরামর্শ হলো ইলাস্ট্রেটর শিখেই আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং। বর্তমানে অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে মোটামুটি ভাবে ইলাস্ট্রেটর এর বেসিক ধারনা নিয়েই আপনি আয় করতে পারেন ১০০ থেকে ৩০০ ডলার পর্যন্ত। যেমন ফাইবার মার্কেট প্লেসে টিশাট, ভেক্টর ট্রেসিং, টাইপোগ্রাফির মত সহজ কাজগুলো করে খুব সহজেই ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
এই চেইনটিউন এর মাধ্যমে ইলাষ্ট্রেটর সম্পর্কে একটি পরিস্কার ধারনা পাবেন। সবগুলো পর্ব ধারবাহিক ভাবে অনুশীলনের পর আপনার প্রিয় সম্পটওয়ার গুলোর মধ্যে ইলাস্ট্রেটর হবে অন্যতম এবং ইলাস্ট্রেটর শেখার বিষয়য়ে আপনার ক্ষুধা অনেকখানিই বেড়ে যাবে। সেই সাথে আপনি অর্জন করবেন অনলাইনে কাজ করার যোগ্যতা। তবে আর ভাবনা কেন? আজ থেকেই শুরু করুন অনুশীলন। কথা দিচ্ছি হতাশ হবেন না। 🙂
এই চেইন টিউনে আমরা যা শিখব নিচে সবগুলো পর্বের একটি সংক্ষিপ্ত বর্ননা দেওয়া হল।
[পর্ব -১] ইন্ট্রোডাকশন
[পর্ব-২] প্রোগ্রাম ওভারভিও
১.ওয়ার্কস্পেস ও ডকুমেন্ট সেটাপ
২.টুলস পরিচিতি
৩. আর্টবোড
৪.পিক্সেল বনাম রাস্টার ও ভেক্টর পাথ এক্সপ্লেইনড
[পর্ব-৩] ড্রইং সেপস এবং লাইনস
১.ক্রিয়েটিং সেপস
২.মেকিং লাইনস
৩.ড্রইং টুলস
৪.পেন টুলস
[পর্ব-৪] মেনিপুলেটিং সেপস এন্ড লাইনস
১.সিলেক্ট,এলাইন ও গ্রুপ
২.ট্রান্সফর্ম টুলস
৩.কাটিং লাইনস
৪.স্পেশাল ট্রান্সফর্ম টুলস
[পর্ব-৫] কালার েএন্ড ইফেক্ট
১. কালার প্যানেল
২.প্যাটার্ন
৩.লাইভ পেইন্ট টুলস
[পর্ব-৬] টাইপ টুলস
১. টাইপ টুলস পরিচিতি
২.ফরমেটিং টেক্সট
৩.স্পেশাল টেক্সট টেকনিকস
[পর্ব-৭] সেভ, এক্সপোর্ট এন্ড প্রিন্ট
[পর্ব-৮] ফ্রিল্যান্সিং ও অনলাইনে ইনকামের খুটিনাটি
প্রর্তেকটি পর্বেই থাকবে আলাদা আলাদা লেসন এবং সবার বোঝার সুবিধার্থে প্রত্যেকটি লেসনেই ভিডিও আকারে ইউটিউব এ আপলোড করা হবে।
আমি জাহাঙ্গীর সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।